ওয়েব ডেস্ক: হিমাচল প্রদেশের (Himachal Pradesh)মান্ডিতে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি (Flood Situation in Mandi District)। প্রবল বৃষ্টিতে প্রচুর ক্ষয় ক্ষতি হয়েছে সেই জেলায়। দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩ জন। প্রশাসনের তরফে উদ্ধারকার্য জারি রয়েছে। খোলা হয়েছে ত্রানশিবির।
সূত্রের খবর, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে পূর্ব রাজস্থান পর্যন্ত একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি (Heavy to Very Heavy Rain) দাপট দেখাচ্ছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), হিমাচল (Himachal Pradesh) সহ একাধিক জায়গায়। উল্লেখ্য, চলতি মাসেই মান্ডি জেলার একাধিক জায়গা বন্যায় প্লাবিত হয়েছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের অতি ভারী বর্ষণের জেরে একাধিক জায়গায় ভূমিধ্বস নেমেছে। অন্যদিকে, মান্ডির কুলু, মানালি সহ একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়ে দুর্ঘটনায় সোমবার রাতে ৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জোরালো ভূমিকম্প আন্দামানে, সুনামির সতর্কতা
পাশাপাশি, হিমাচলের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বন্যার সতর্কতাও জারি রয়েছে। অন্যদিকে, দিল্লি, মধ্য মহারাষ্ট্রের একাধিক জায়গা ভারীবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির দাপটে জল যন্ত্রনার ছবিও ধরা পড়েছে রাজধানী দিল্লিতে। যাত্রী ভোগান্তি বেড়েছে চরমে। সক্রিয় নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার দুইয়ের প্রভাবে উত্তর ভারতের দিকে বৃষ্টির তোড় অনেক বেশি। তবে এখনই মুক্তি নেই বৃষ্টি থেকে। বঙ্গোপসাগরের উপর নতুন করে আরও এক নিম্নচাপ ঘনীভূত হওয়ার কারণে উত্তর ভারতের দিকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি দাপট দেখানোর সম্ভাবনা রয়েছে।
দেখুন অন খবর