জানেন কি ওরাল হাইজিন (oral hygiene) বা মুখের ভিতরের অংশের পরিষ্কার-পরিচ্ছন্নতা আপনার শরীরকে অনেক রোগের হাত থেকেই বাঁচাতে পারে? একজন দন্তচিকিৎসক আপনার দাঁত ও মুখের ভিতরের অংশ দেখে আপনার খাওয়া-দাওয়ার প্রসঙ্গে অনেক কথাই বুঝতে পারেন। এবং আপনার খাদ্যাভ্যাস আপনার শরীরের কোনও ক্ষতি করছে কি না, সেটাও বলতে পারেন। তাই নিয়মিত ডেন্টাল চেকআপ আপনার সার্বিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই পাঁচটি কারণের জন্য দন্তচিকিৎসকের সঙ্গে দেখা করা অত্যন্ত আবশ্যক-
দাঁত পড়ে যাওয়ার হাত থেকে বাঁচানো
দাঁত ঠিকমতো পরিষ্কার না হলেই দাঁতে ব্যাক্টেরিয়ারা বাসা বাঁধে। সেখান থেকেই সংক্রমণ। আর সময়মতো এই সংক্রমণের চিকিৎসা না হলেই বিপদ। দাঁতে ব্যথা বা দাঁতের ক্ষয়। সেখান থেকেই ইনফ্লেমেশন আর বাড়াবাড়ি হলেই রোগ নিরাময়ে দাঁত তুলে ফেলার উপক্রম হতে পারে। আবার এমন অবস্থাও হতে পারে যেখানে গোড়া নড়বড়ে হয়ে দাঁত ভেঙে যেতে পারে।
দাঁতকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো
নিয়মিত ডেন্টাল চেকআপের (dental checkup) ফলে দাঁতের স্বাস্থ্য ভাল থাকে। এবং কোথাও কোনও সংক্রমণের সূত্রপাত হলে অতি সহজেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। না হলে দাঁতে ক্ষয় হতে পারে এবং এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যও দেখা দিতে পারে। আবার দেখতেও খারাপ লাগতে পারে।
দাঁতকে ক্যাভিটির সমস্য থেকে বাঁচানো
অনেকের দাঁত ক্যাভিটিপ্রবণ কিংবা দাঁতে গর্ত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তাই নিয়মিত ডেন্টাল চেকআপ (dental checkup) করলে আপনার দাঁতের স্বাস্থ্য ভাল থাকবে। এবং দাঁতে যাতে ক্যাভিটির (cavity) সমস্যা না হয় সেই নিয়ে সজাগ থাকা সম্ভব হবে। দাঁতকে ক্যাভিটি (cavity) মুক্ত করা এবং গর্ত হয়ে গেলে তা ভরাট করা দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। না হলে এই গর্তে ব্যাক্টেরিয়া জন্মে সংক্রমণের সৃষ্টি হবে। এবং এই সংক্রমণ থেকে একাধিক রোগের জন্ম হতে পারে।
আপনার আত্মবিশ্বাস বাড়ায়
দাঁত ঝকঝকে, সুন্দর ও দাঁতের স্বাস্থ্য ভাল থাকলে আপনারও আত্মবিশ্বাস বাড়বে। আজকাল নেহাত মাস্কে ঢাকা পড়ে যায় ঠিকই, না হলে দাঁতের স্বাস্থ্য খারাপ হলে কথা বলতে গেলে ক্ষয়যুক্ত দাঁত বা মুখে দুর্গন্ধ থাকলে তা আপনার ব্যক্তিত্বে প্রভাব ফেলে।
মাড়ি ও অন্যান্য সংক্রমণের হাতে থেকে বাঁচতে
মাড়ি অসুস্থ্ থাকলে মুখে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে। এর প্রভাব পড়তে পারে আপনার সার্বিক স্বাস্থ্যের উপর। মুখে এমন কিছু ব্যাক্টেরিয়া বাসা বাঁধে যা সময়মতো না-সারালে বড় বিপদ হতে পারে।এই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ভবিষ্যতে আরও বাড়লে হার্ট স্ট্রোক কিংবা মুখের ক্যানসারের মতো সমস্যা সৃষ্টি হতে পারে।
আপনার মুখের হাসি যেন ম্লান না হয়, তার জন্য দাঁতের যত্ন নিন এবং নিয়মিত ডেন্টাল চেকআপ (dental checkup) করিয়ে নিন।