শুধু তো শরীর নয় ত্বক ভাল রাখতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন সি (vitamin c)। আপনার নিত্যদিনের ত্বকের পরিচর্যায় যদি ইতিমধ্যেই ভিটামিন সি( vitamin c) যুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকেন, তা হলে ভিটামিন সি-র ম্যাজিকে আপনি নিশ্চয় মুগ্ধ। তা ত্বকের ধরণ যাই হোক না কেন সব ত্বকেই সমান কাজ করে ভিটামিন সি। আর যারা নিজেদের বিউটি রিজিমে এখনও ভিটামিন সি ব্যবহার করেননি, তারা জেনে নিন ঠিক কোন কোন কারণে এটি ত্বকের জন্য এত গুরুত্বপূর্ণ-
অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে এটি দারুণ কাজ করে
আপনার বয়স ২০, ৩০ কিংবা ৪০-র কোঠায়, যাই হোক না কেন ভিটামিন সি সিরাম চামড়ার জর ভাব কিংবা বলিরেখা প্রতিরোধ করতে ও সারিয়ে তুলতে খুবই কার্যকরী। যারা ২০তে আছেন তারা এখন থেকেই ব্যবহার করলে নিঃসন্দেহ উপকার পাবেন। ত্বক টানটান থাকবে। ত্বক ভাল রাখতে কী ভাবে কাজ করে এই ভিটামিন সি সিরাম? এই ভিটামিন সি সিরাম আমাদের ত্বকের অত্যন্ত প্রয়োজনীয় কোলাজেন প্রোটিন বৃদ্ধিতে সাহায্য করে। এর ফলে ক্ষতিগ্রস্ত কোষ পুনুরুজ্জীবিত হয়। আর এই কারণে বলিরেখা বা চামড়ার কুঁচকে যাওয়ার মত সমস্যা সৃষ্টি হয় না।
পিগমেনটেশন কমাতে সাহায্য করে ভিটামিন সি সিরাম
যাদের ত্বকে মেলাটোনিনের মাত্রা বেশি তাদের অনেকেই পিগমেন্টেশনের সমস্যায় ভোগেন। পিগমেন্টেশন ও হাইপারপিগমেন্টেশনের সমস্যায় খুব ভাল কাজ করে ভিটামিন সি। দাগছোপ দূর করে ত্বককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। তবে এটাকে স্কিন লাইটেনিং প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে যাবেন না। বরং রোদে পুড়ে কিংবা অন্যান্য কারণে ত্বকে দাগছোপ পড়লে তা নির্মূলে বেশ কার্যকরী ভিটামিন সি।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের রক্ষা করে
কালো দাগছোপ থেকে চামড়ার কুঁচকে যাওয়া, ত্বকের অধিকাংশ সমস্যার নেপথ্যে সেই সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাব। রোদে পোড়া ত্বক সারিয়ে তুলতে এই ভিটামিন সি-র জবাব নেই। তাই ত্বকের সমস্যায় ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা রয়েছে এই ভিটামিনের। এটা রোদে পোড়া ত্বক সারিয়ে তোলে এবং ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচিয়ে রাখে।
(ছবি সৌ :Unsplash)