সবে নভেম্বর কিন্তু এরই মধ্যে ত্বক ও চুল যেভাবে শুষ্ক হয়ে যাচ্ছে যে পর্যাপ্ত আর্দ্রতা জোগাতে হিমশিম খাচ্ছেন অনেকে। পরের দুমাস যে কি অবস্থা হবে তার ঠিন নেই। এদিকে বিয়ের মরসুমে একের পর এক অনুষ্ঠান লেগেই আছে। আর তাই চুল নিয়ে স্টাইলিং ও অব্যাহত। ফলে চুলের জৌলুস হারানো কিংবা বেশি চুল পড়া শুরু হয়েছে। আর রাতারাতি যে চুলের স্বাস্থ্য ফেরাবেন তা কোনও মতেই সম্ভব নয়। বরং চুল যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য প্রয়োজন চুলের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টির ব্যবস্থা করা।
চুলের অধিকাংশ সমস্যই শুরু হয় মাথার ত্বকের কোনও সমস্যা থেকে। এক্ষেত্রে মাথার ত্বক ভাল রাখতে ভীষণ ভাল কাজ করে অ্যাক্টিভেটেড চারকোল (activated charcoal)। অবাক হবে ঠিুকই, তবে জানিয়ে রাখি এতদিন পর্যন্ত ত্বকের পরিচর্যায় যে উপকরণে নিয়ে এত জয় জয়কার ছিল তা এমনি ছিল না। তাই ফেস ওয়াশ, ফেস প্যাকের পাশাপাশি আজকাল শ্যাম্পুতেও এই উপকরণের ব্যবহার বেড়েছে। ত্বকের ক্ষেত্রে যেমন বর্জ্য পদার্থ নিষ্কাশন করা, ব্ল্যাকহেড ক্সাব করা কিংবা ত্বকের অনিরিক্ত তেল বা সিবাম নিঃসরণ বন্ধ করার মত কাজ করেছে এই অ্যাক্টিভেটেড চারকোল (activated charcoal)। ঠিক তেমনি মাথার ত্বক শুষ্ক কিংবা মাথায় চুলকানির সমস্যা থাকলে ভীষণ ভাল কাজ করে এই উপকরণ। মাথার ত্বকে যেমন প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দেয় ঠিকব তেমনই ত্বক যাতে অতিরিক্ত তৈলাক্ত না হয়ে পড়ে সেই বিষয়টিও নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি খুশকি সারাতে ও সমস্যা প্রতিরোধ করতেও বেশ কার্যকরী এই উপকরণ। এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে।
তবে শুধু এই দুটো কাজই নয় মাথা দিয়ে গন্ধ বেরোলে এসেনশিয়াল অয়েলের সঙ্গে অ্যাক্টিভেটেড চারকোল (activated charcoal) মিশিয়ে মাথায় দিলে খুব ভাল কাজ হয়। এই ঘরোয়া টোটকা সপ্তাহে দুদিন করা যেতে পারে। এই অ্যাক্টিভেটেড চারকোল (activated charcoal) মাথার ত্বক খুব ভাল ভাবে পরিষ্কার করে। রোমকূপের ছিদ্র আটকে রাখা ধুলো, ময়লা কিংবা ত্বকের মৃত কোষ সরিয়ে দেয়। এগুলি মাথার ত্বকে জমে থাকলে জীবানুর সংক্রমণ হতে পারে। আবার চুল প্রাণহীন দেখাতে পারে। এই রকম চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে অ্যাক্টিভেটেড চারকোল। চুল সুন্দর ও সজিব করে তোলে।
আপনি কি এখনও পর্যন্ত রূপচর্চায় অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করেছেন। আপনার অভিজ্ঞতা কেমন জানাতে ভুলবেন না।