জামাকাপড় গুছিয়ে পাট পাট করে আলমারিতে তুলে রাখা আপনার ধাতে নেই। স্বভাব বদনালোর চেষ্টা করছেন ঠিকই কিন্তু বাঁধ সাধছে সময়ের অভাব। তাই সেই সপ্তাহের শেষে ধোওয়া জামা কাপড় জমতে জমতে একে বারে পাহাড় প্রমাণ হয়ে যায়। এতদিনে সেটাও আপনার অভ্যেস হয়ে গেছে কিন্তু প্রত্যেকবারই কাজ বেড়ে যায় মোজা খুজতে গিয়ে। সংখ্যায় ভালই, কিন্ত সমস্যা, কাজের সময় দুজোড়া একসঙ্গে পাওয়া যায় না। বুট বা স্নিকার পড়লে অনেক সময় দুটো আলাদা মোজা দিয়েই কাজ চালিয় নেন কিন্তু ফর্মালস বা কিটোর ক্ষেত্রে সমস্যা হয়। তবে এরও সমাধান আছে মোজা নিয়ে নাজেহাল যাঁরা, তাঁরা ব্যবহার করতে পারেন সকস অর্গানাইজার। এরকম আরও অনেক মুশকিল আসান সামগ্রীর তালিকা রইল আপনার জন্যে।
সকডক
এই সকডক ব্যবহার করলে আর মোজা নিয়ে অযথা হয়রান হতে হবে না আপনাকে। শুধু যে মোজা জোড়ায় জোড়ায় গুছিয়ে রাখাই নয়। এই সকডকে সমক মোজা ওয়াশিং মেশিনে ধুয়ে নিতে পারবেন। তাহলে অকাচা মোজা জোড়া ধুয়ে, কেচে শুকিয়ে এই সকডকেই রেখে দিন। প্রয়োজন অনুযায় পেড়ে নিয়ে পরে নেবেন।
ম্যাজিক জেল ক্লিনার
শুকনো কাপড় বা ভেজা কাপড় দিয়ে সব রকমের যন্ত্রপাতি পরিষ্কার করা সম্ভব নয়। এমনকি ব্রাশ দিয়েও পরিষ্কার করা বেশ কঠিন। সেক্ষেত্রে এই ম্যাজিক জেল ভীষণ কাজে দেয়। আমাদের নিত্যদিনের ব্যবহারে এরকম বেশ কিছু সরঞ্জাম রয়েছে যা পরিষ্কার করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তাও হয়তো মনের মতো পরিষ্কার করা সম্ভব হয়। এই জেল সেই কাজগুলোই সম্ভব করে তোলে। ডিএসএলআর হোক, কিবোর্ড, টিভি রিমোট, মোবাইল ফোন, প্রিন্টার কিংবা গান বাজনার সরঞ্জাম। এই সব পরিষ্কার রাখতে ম্যাজিক জেলের জবাব নেই।
পোর ক্লিনার টুল
কোভিডকালে পার্লার বা সালঁ যেতে এখনও ভরসা পান না। পরিচর্যা তাই বাড়িতেই সরে ফেলছেন। কিন্তু সমস্যা হয় ব্ল্যাকহেডস পরিষ্কার করতে। ত্বকের ওপর বেশি চাপের ফলে ব্যাথাও লাগে এবং জায়গাটা লালচে হয়ে থাকে। এই সমস্যার সমাধানে পোর ক্লিনার টুল ব্যবহার করতে পারেন। এই সাকশন টুল খুব সহজেই পিম্পল এবং ব্ল্যাকহেডস সরিয়ে ফেলে। মুখে দাগও থাকে না।
ব্যাকরেস্ট কুশন
হাত রাখার জন্য লম্বা হাতল আবার ঠেস দিয়ে বসার জন্য গদিওয়ালা এই ব্যাকরেস্ট কুশন দারুন কাজের। বিশেষ করে যাঁরা ওয়ার্ক ফ্রন হোম করছেন। এক টানা চেয়ার বসার পর পা ছড়িয়ে বসতে চান তাহলে খুবই কাজের এই কুশন। যেখানেই বসুন না কেন আপনার সুবিধেমতো সড়া নড়া করতে পারবেন।
হুডেড নেক পিলো
কাজের ক্ষেত্রে যাঁদের প্রায়শই শহরের বাইরে যেতে হয় তাঁদের জন্য নেক পিলো খুবই কাজের। তবে এই হুডেড নেক পিলো আরও একধাপ এগিয়ে। শুধু বাড়িরে বাইরে নয় বরং আচমকা শরীর খারাপ বা মাথা যন্ত্রনার ক্ষেত্রে এই পিলো খুবই কাজের। এটা আপনার মাথা ও ঘাড়েকে প্রয়োজনীয় সাপোর্ট দেয়। হুডি থাকাতে দেখতেও স্টাইলিশ লাগে আবার ঘুমোতেও সুবিধে হয়। তাই ওয়ার্ক ফ্রম হোমে মিনিট ২০-৩০-র ব্রেক নিলে এটা খুবই রাজে দেবে।
বাবেল ক্লে ফেস মাস্ক
অ্যাক্টিভেটেড চার্কোল, ক্যালেনডুলা ও পার্সলনের তৈরি বাবেল ফেস মাস্ক ত্বকের পক্ষে খুবই ভাল কাজ করে। মাস্ক মুখে লাগানোর পর অক্সিজেনের সংস্পর্শে এলেই বুদবুদ তৈরি হতে থাকে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা ও মৃত কোষগুলি পরিষ্কার করে।