Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৯ মে ২০২৫ |
K:T:V Clock
Weekly Horoscope: জেনে নিন নতুন সপ্তাহে গ্রহ-নক্ষত্রের অবস্থান কতটা প্রভাব ফেলবে আপনার রাশিতে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১:৩৫ পিএম
  • / ১৫০ বার খবরটি পড়া হয়েছে

কেমন হবে নতুন সপ্তাহ। প্রেম, চাকরি, বিয়ে, স্বাস্থ্য, আর্থিক স্বচ্ছলতা কেমন থাকবে? কোথাও কোনও জটিলতার ইঙ্গিত রয়েছে কী?  সপ্তাহ জুড়ে থাকবে  চূড়ান্ত ব্যস্ততা? নাকি সপ্তাহন্তে পরিবারের সঙ্গে সুখে আনন্দে কাটবে সময়। কেমন থাকবে স্বাস্থ্য? সম্পর্কের সমীকরণ কেমন থাকবে, সম্প্রর্কের ভুল বোঝাবুঝি মিটে কাছে আসবে  কী ভালবাসার মানুষ? নতুন সপ্তাহে ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি  গ্রহ নক্ষত্রের অবস্থানের বদল ঠিক কতটা প্রভাব ফেলবে আপনার রাশিফলে জেনে নিন-

মেষ রাশি


নতুন সপ্তাহে মনের মতো আয় হবে না। বিরোধীরা সক্রিয় থাকবে। তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতি আপনার পক্ষে হবে। এই সময় ভাগ্য সদয় হবে এবং আয়ের পথ সুগম হবে। সপ্তাহান্তে বিরোধীরা ক্ষমতা হারাবে। এই সপ্তাহে আপনি কাজের ক্ষেত্রে বড় কোনও সুযোগ পেতে পারেন। বৃহস্পতি ও শুক্রবার বাজে চিন্তা অকারণে আপনার ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। তবে শনিবারের দিনটি আপনার জন্য খুবই শুভ হবে। এই দিন থেকেই আপনার আয়ের পথ প্রশস্ত হবে। সব কাজ সময় মতো মিটে যাবে। তবে এই সপ্তাহে শরীরের দিকে বাড়তি নজর দিতে হবে। বাড়ির বাইরের খাবার খাবেন না। প্রেমের দিকে থেকে নতুন সপ্তাহ কিছুটা নিরাশাজনক হবে।   

বৃষ রাশি


সপ্তাহের শুরুতেই চন্দ্রের গোচর ভাল সময় নিয়ে আসবে। আপনার যাবতীয় কাজ সঠিক সময়ে মিটে যাবে। নতুন সপ্তাহে বন্ধুদের সঙ্গে যোগাযোগ ও দেখার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে সময়টা ভাল কাটবে বেশ কয়কেটি বিবাদের মামলায় শেষ হাসি হাসবেন আপনি। এই সপ্তাহের যে সব পরিকল্পনা রয়েছে তা সফল হবে। তবে মঙ্গল এবং বুধবার মা-বাবাকে নিয়ে চিন্তা বাড়বে। পরিবারে অনাবশ্যক বিবাদের সম্ভাবনাও রয়েছে। তবে বৃহস্পতি ও শুক্রবার সন্তানের সাফল্য পরিবারে খুশি নিয়ে আসবে। মামলা-মোকদ্দমা থাকলে রায় আপনার পক্ষে হবে। শনিবারের দিন আপনার জন্য অনুকুল থাকবে। সপ্তাহান্তে পরিবারের সঙ্গে সময় কাটবে। তবে স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবন ভালই থাকবে। কাছের মানুষের সঙ্গে বোঝাপড় আরও দৃঢ় হবে।      

মিথুন রাশি


নতুন সপ্তাহে মিথুন রাশির আয় ভাল থাকবে। কাজ সময় মতো মিটে যাবে। পরিবারের কারণে মন ভালো থাকবে। বাড়িতে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন সম্পত্তি কেনার চিন্তাভাবনা করতে পারেন। বিবাদিত বিষয়গুলির সহজ নিষ্পত্তি হবে। মঙ্গল এবং বুধবারের দিনগুলিতে কাজে গতি আসবে। নিজের চেষ্টায় বড় সাফল্যের যোগ রয়েছে। তবে  বৃহস্পতিবার পরিস্থিতি খানিকটা প্রতিকুল থাকবে। এই সময়টা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। অহেতুক কোনও বিষয়ে জেদ দেখাবেন না। নতুন সপ্তাহের কোনও পরিকল্পনা থাকলে তাতে বদল আনতে হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য মিটে যাবে এবং সম্পর্ক আরও মধুর হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন।  

কর্কট রাশি


কর্কট রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহের শুরুটা তেমন ভাল হবে। বন্ধুদের থেকে সহযোগিতা পাবেন। নতুন কাজের সুযোগ তৈরি হবে। কাজের সূত্রে কোথাও যাওয়ার যোগ তৈরি হয়েছে।  সোমবার ও মঙ্গলবার পরিস্থিতি আপনার অনুকুল থাকবে না। কারণে কাজে দেরি হবে। ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে সময়ের পরিবর্তন হবে। সব দিক থেকেই আপনি ক্ষমতাসম্পন্ন হয়ে উঠেবেন। আয় বাড়বে এবং যে কোনও বড় কাজে সফল হবেন।

সিংহ রাশি


রাশির দশম স্থানে চন্দ্রের প্রভাবে আয় ভাল হবে এবং মন প্রসন্ন হবে। সমাজের প্রতিষ্ঠিত মানুষের সঙ্গে পরিচয় হবে। কাজের ধরণ প্রভাবিত হবে এবং আগের থেকে আরও ভালও হবে। সন্তানের থেকে সুখ প্রাপ্তির যোগ রয়েছে। স্থায়ী সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা প্রবল।  মঙ্গল ও বুধবার থেকে আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা মিটে যাবে। এই দু’টো দিন প্রত্যেক কাজে সাফল্য আসবে। 

কন্যা রাশি


কন্যা রাশির নতুন সপ্তাহে ভাগ্য সদয় হবে। পূর্ব পরিকল্পনা সফল হবে তবে কাজের চাপ আরও বাড়বে। নতুন সম্পর্কের জন্য সময়টা বেশ শুভ। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। ধার্মিক কাজে যাত্রার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে শনিবারের দিনটি চিন্তায় ভরা থাকবে। সপ্তাহের শুরুতে অর্থ ব্যয় হলেও সোমবার থেকে পরিস্থিতি প্রতিকুল হবে। সময়টা মোটের ওপর ভাল থাকলেও বৃহস্পতিবার কোনও একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদে জড়াতে পারেন।

তুলা রাশি

স্থাবর সম্পত্তির থেকে লাভের যোগ রয়েছে। কোন বিশেষ কাজে ভাই কিংবা আত্মীয়দের সাহায্য পাবেন। ভ্রমণের যোগ রয়েছে। বিদেশে যাওয়ার পরিকল্পনা থাকলে তা অবশেষে পূরণ হওয়ার যোগ রয়েছে। চাকরি ও ব্যবসার জন্য সময়টা শুভ। ব্যবসার প্রসার ঘটবে এবং লাভের মুখ দেখবেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে এবং আধিকারিকরা আপনার কাজে সন্তুষ্ট হবেন।  পড়াশোনার প্রতি ঝোঁক বাড়বে এবং নতুন জ্ঞানের প্রাপ্তি ঘটবে। কোমর ও বুকের ব্যথা ভোগাতে পারে। প্রেম ও সম্পর্কের জন্য সময়টা শুভ। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে। বিবাদ-বিতর্ক মিটবে এবং বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। 

বৃশ্চিক রাশি

নতুন সপ্তাহে বৃশ্চিক রাশিতে চন্দ্রের গোচর এই রাশির জাতকদের জন্য ভাল সময় নিয়ে আসবে। যে কোনও কাজে আত্মীয়দের সহযোগিতা পাবেন। আয় বৃদ্ধি ঘটবে। ধার্মিক কাজে মন বসবে। ভাগ্য সদয় থাকবে।  চাকরি ও ব্যবসার জন্য সময়টা ভাল। ব্যবসায় স্থিরতা আসবে এবং চাকরির কাজে ভ্রমণর যোগ রয়েছে। শিক্ষার জন্য সময়টা ভাল। বৃশ্চিক রাশির জাতকরা শিক্ষক ও সহপাঠীদের সাহায্য পাবে।দীর্ঘদিনের কোনও সমস্যা দেখা দিতে পারে। পায়ে আঘাতের সম্ভাবনা আছে। প্রেমের প্রস্তাবে সাড়া পাবেন এবং জীবনসঙ্গীর কাছ থেকে সুখের প্রাপ্তি হবে।

ধনু রাশির

ধনু রাশির জাতকদের জন্য নতুন সপ্তাহ মিশ্র থাকবে। আয় কম থাকবে এবং কাজে একাধিক বাধা পাবেন। প্রয়োজনে পরিবার পরিজনেদের সাহায্য জুটবে না। তবে সপ্তাহের মাঝামাঝি পরিস্থিতি বদলাবে। ভাগ্য সদয় হবে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে এবং যাত্রায় সাফল্য আসবে। সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও মঙ্গলবার বিকেল থেকে পরিস্থিতির উন্নতি হবে। চাকরি ও ব্যবসার জন্য এই সপ্তাহ বেশ ভাল। ব্যবসার কাজে উল্লেখযোগ্য সাফল্যের যোগ রয়েছে। অন্যদিকে চাকরির ক্ষেত্রে ভাল একাধিক সুযোগ পাবেন। শিক্ষার জন্য সময়টা বেশ শুভ। পড়াশোনায় মন বসবে। সাফল্য আসবে। বড়সড় কোনও শারীরিক সমস্যা না হলেও গলা ব্যথা গায়ে ব্যথা ভোগাবে। প্রেমের জন্য সময়টা বেশ ভাল। প্রেমে মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গাঢ় হবে। বিবাহিত জীবন সুখের হবে সম্পর্ক আরও মধুর হবে।

মকর রাশি 


নতুন সপ্তাহে একাধিক সমস্যা থেকে রেহাই পাবেন। মকর রাশিতে চন্দ্রের গোচর আয় বৃদ্ধির সুযোগ করে দেবে। খুশি থাকার সুযোগ পাবেন। আবার অন্যদিকে সপ্তাহের মাঝামাঝি আয়ের পথে বাধা আসতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। চাকরি ও ব্যবসার জন্য নতুন সপ্তাহ বেশ শুভ। ব্যবসায় পরিস্থিতির উন্নতি হবে। চাকরির জায়গায় পরিস্থিতি একই থাকবে। পড়াশোনার জন্য সময়টা ভাল। পড়াশোনায় উন্নতি হবে এবং নতুন প্রোজেক্ট পাওয়ার যোগ রয়েছে। স্বাস্থ্য মোটের ওপর ভাল থাকবে তবে কান এবং গলার সমস্যা ভোগাবে। প্রেমের জন্য সময়টা ভাল। প্রিয় মানুষ আপনার পছন্দমতো কাজ করবে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। 

কুম্ভ রাশি 

নতুন সপ্তাহে কাজের ব্যস্ততা থাকবে তুঙ্গে। তবে কাজের হাজারো ব্যস্ততাকে ছাপিয়ে যাবে আপনার একাকিত্ব। তবে সন্তানের কাছে থেকে সুখ প্রাপ্তির যোগ রয়েছে। সপ্তাহের মাঝামাঝি আয় বৃদ্ধির যোগ রয়েছে। বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হওয়ার প্রবল যোগ রয়েছে। সপ্তাহের শুরুটা তেমন ভাল না হলেও মঙ্গল ও বুধবার পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং আয়ের বৃদ্ধি হবে।  ব্যবসার ক্ষেত্রে যাত্রার যোগ রয়েছে। চাকরিতে সপ্তাহজুড়ে কাজের চাপ থাকবে। শিক্ষাক্ষেত্রে সময়টা তেমন ফলপ্রসূ হবে না। সহযোগিতা পাবেন না। কাঁধে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। প্রেম ও সম্পর্কের জন্য সময়টা ভাল নয়। মনের মানুষের সঙ্গে বিবাদ হতে পারে। বিবাহিতদের দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি হতে পারে। 

মীন রাশি

 

নতুন সপ্তাহে অতিথিদের আগমনের যোগ রয়েছে। স্থায়ী সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রবল। ভাগ্য সদয় থাকবে এবং কাজে সাফল্য আসবে। ধার্মিক কাজকর্মের প্রতি ঝোঁক বাড়বে। যাত্রার যোগ রয়েছে। চাকরি ও ব্যবসার জন্য সময়টা শুভ। ব্যবসায়ীরা নতুন কোনও ব্যবসা বা প্রকল্পে অর্থ ব্যয় করতে পারেন লাভ হবে। চাকরিতে দায়িত্ব বাড়বে এবং সাফল্য আসবে। শিক্ষার জন্য সময়টা শুভ। পড়াশোনায় ভাল মন বসবে এবং শিক্ষকের সাহায্য পাবেন। বড়সড় সমস্যা না থাকলেও। চোখের জ্বালা ও পেটের সমস্যা আপনাকে ভোগাবে।  প্রেমের জন্য সময়টা অনুকুল। নতুন বন্ধুবান্ধব হবে এবং বিয়ের প্রস্তাব পাবেন। বিবাহিতদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে। 

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

কারগিল যুদ্ধে কিভাবে লড়েছিলেন অভিনেতা নানা পাটেকার!
শুক্রবার, ৯ মে, ২০২৫
চরমে তাপপ্রবাহ! ঝড়বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার বড় আপডেট
শুক্রবার, ৯ মে, ২০২৫
স্বভাব বদলায় না! ভারতে ফের সাত জঙ্গি ঢোকানোর চেষ্টা পাকিস্তানের
শুক্রবার, ৯ মে, ২০২৫
২ দিনের সংঘাতেই ‘ভিখারি দশা’! টাকার জন্য হাত পাতছে পাকিস্তান
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারত-পাক সংঘাত নিয়ে এবার চীনের বড় মন্তব্য!
শুক্রবার, ৯ মে, ২০২৫
ইউরোপার ফাইনালে মুখোমুখি ম্যান ইউ-টটেনহ্যাম
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারত-পাক সংঘাতে কার পাশে আমেরিকা? জানুন বড় আপডেট
শুক্রবার, ৯ মে, ২০২৫
ফের পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত, তছনছ ১৬ টা শহর
শুক্রবার, ৯ মে, ২০২৫
পাক সেনার গোলা ছিনিয়ে নিল ভারতীয় মহিলা প্রাণ
শুক্রবার, ৯ মে, ২০২৫
অ্যাকশন মোডে ভারত, জ্বলছে করাচি, এবার পাকিস্তানের কী হবে?
শুক্রবার, ৯ মে, ২০২৫
আকাশপথে দুর্ভেদ্য ভারত! ফের ভূপাতিত ৫০-এর বেশি পাক ড্রোন
শুক্রবার, ৯ মে, ২০২৫
ভারতের প্রত্যাঘাত, পাক সেনাকর্তারা পালাচ্ছেন বিদেশে!
শুক্রবার, ৯ মে, ২০২৫
স্বাধীন রাষ্ট্রের পথে বালুচিস্তান ?
শুক্রবার, ৯ মে, ২০২৫
রাজস্থানে ভারত-পাক সীমান্ত পুরোপুরি সিল করা হল
শুক্রবার, ৯ মে, ২০২৫
জলপথে পাকিস্তানের করাচির পোর্ট ধবংস করল INS-Vikrant
শুক্রবার, ৯ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team