বছরের শেষ মাস। তার মধ্যে বড়দিন ও নিউ ইয়ার দু’টোই পড়েছে উইকেন্ডে। এই সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। তবে অনেকেই আবার এমন শীত কাতুরে হন যে ইচ্ছে থাকলেও শীতকালে বাড়ির আরাম ছেড়ে বেড়াতে বেরোতে ভয় পান। এই দু’টোই বিষয় যদি আপনার সঙ্গে মিলে যায়। তা হলে ডিসেম্বরের শীতকে বুড়ো আঙুল দেখিয়ে বেড়িয়ে আসতে পারেন এই সব টুরিস্ট স্পটে। এই সব জায়গায় ডিসেম্বরের হাড় কাঁপানো শীত তো দুরস্ত বরং ঘুরতে ঘুরতে দিনের বেলায় উল্টে গরম লাগবে বেশি। যেমন-
কুর্গ, কর্নাটক
শীতকালেও উষ্ণ অনুভূতি পেতে চাইলে কর্নাটকের কুর্গ একেবারে আদর্শ জায়গা। এই কারণে কুর্গকে ভরতের স্কটল্যান্ডও বলা হয়। শীতকালেও কুর্গ অন্যান্য জায়গার তুলনায় বেশ ঠান্ডা থাকে।
রত্নগিরি, মহারাষ্ট্র
মহারাষ্ট্রের বন্দর শহর রত্নগিরিতে ডিসেম্বর-জানুয়ারির মাঝামাঝি যে হাড় কাঁপানো শীতে থাকে তার ছিঁটেফোটাও পাবেন না এখানে। এছাড়া ফুড ডেস্টিনেশন হিসেবেও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় এই শহর।
আরও পড়ুন: কফির টানে পাড়ি দিতে পারেন কতদূর? যতদূর যাবেন কফির ঘ্রাণে জুড়িয়ে যাবে মন প্রাণ
পাঞ্জিম গোয়া
দৃশ্যমের ও দৃশ্যম টু দেখে ইতিমধ্যেই গোয়ার রাজধানী পাঞ্জিমের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। এই শীতে ঘুরে আসতে পারেন সবুজ চাদরে মোড়া গোয়ার এই ছোট্ট শহরে। এখানে শীতের লেশমাত্র পাবেন না। অধিকাংশ সময় এখানকার তাপমাত্রা থাকে ৩৪ডিগ্রি সেলসিয়াস।
জুনাগড়, গুজরাত
গিরনার পাহাড়ের পাদদেশ গুজরাতের জুনাগড়। শীত পছন্দ না হলে ঘুরে আসতে পারেন এই শহর থেকে। কেল্লার শহর জুনাগড়ের আকর্ষণ হল এখানকার মশলা-আচারের বাজার। মৌর্য সামাজ্রের রাজা চন্দ্রগুপ্ত তৈরি করেছিলেন এই প্রসিদ্ধ জুনাগড় কেল্লা।