কলকাতা: বাদুড়িয়ায় শান্ত মনোরম পরিবেশে কিছুটা সময় কাটানোর নতুন জায়গা। একা বা ঘনিষ্ঠদের নিয়ে ঘুরে আসতে পারেন মিন্টু পার্ক (Mintu Park)। অফিসের কাজ কিংবা ব্যস্ত সময়ের জন্য দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না এমনটা অনেক সময় হয়। সে ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে মনকে চাঙ্গা করে দেওয়ার জন্য এই মিন্টু পার্ক আপনার আদর্শ গন্তব্য হতে পারে।
কলকাতার বেশ কাছে অবস্থিত বাদুড়িয়ার এই নতুন ঘোরার জায়গাটি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আপনি পৌঁছে যাবেন। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি লোকাল ট্রেনে করেও সচ্ছন্দে চলে আসতে পারবেন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ইছামতীর তীরে এক চিলতে শান্ত নিরিবিলি এলাকায় গড়ে উঠেছে মিন্টু পার্ক। এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। এই উদ্যানের একপাশে বড় একটি জলাশয় আছে। চাইলে আপনি সেখানে বোটিং’ও করতে পারেন। পাশাপাশি একাধিক রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। জলাশয়ের মাঝে ঝরনার অবয়ব আছে। পার্কের ভিতরে শিশুদের খেলার জন্য আছে দোলনা সহ খেলাধুলোর নানান ব্যবস্থা। উদ্যানের ভিতরে অসংখ্য পাখির কোলাহল আপনার মনকে চাঙ্গা করে তুলতে বাধ্য।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে ৫১
অনেকেরই গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ পছন্দ করেন। যদি কম বাজেটে একদিনের মধ্যেই ঘুরে চলে আসবেন এমনটা মন চায় তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত এই মিন্টু পার্ক। ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে। প্রায় দেড় ঘণ্টার মাথায় পৌঁছে যাবেন চাঁপাপুকুর স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ২০ মিনিট গেলেই এই মিন্টু পার্ক। চাইলে পরিবার সহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। এখানে এলে আপনি মোটেও হতাশ হবেন না।