বসন্ত এসে গেছে… বসন্ত মানেই দোল বা হোলি উৎসব (Holi Utsav 2023)। হোলি বা দোল যাত্রার আগমনে সকলের মনে খুশির আমেজ তৈরি হয়। রং খেলার পাশাপাশি খাওয়া-দাওয়া, নাচ-গান সব মিলিয়ে এক অন্য রকমের পরিবেশ। আবির, জল রং, পিচকারি, জলভরা বেলুন, হইহুল্লোড়, জমজমাট রঙিন উৎসব। এখন আর শুধু বাড়ি বসে রং খেলা নয়, বরং হোলি পার্টির বেশ ট্রেন্ড হয়েছে। বন্ধুবান্ধব, কোলিগ বা আত্মীয়স্বজন মিলে রঙিন গেট টুগেদার করাই যেতে পারে। তাই রইল সেই রঙিন পার্টি আয়োজনের কিছু টিপস।
১. দোলে যাঁদের নিমন্ত্রণ করবেন, সেই নিমন্ত্রণ পত্রে রঙের ছোঁয়া রাখতেই পারেন। নানা রঙের কার্ড প্রিন্ট করতে পারেন। অথবা কার্ডের সঙ্গে ছোট এক প্যাকেট আবির আর কিছু হোলি স্পেশাল মিষ্টির বাক্স পাঠাতে পারেন।
আরও পড়ুন: Holi Utsav 2023: রংয়ের উৎসব হলেও দোল আর হোলি কখনই এক নয়, রয়েছে বিস্তর ফারাক, জেনে নিন
২. হোলি পার্টি অথচ মিউজিক নেই, সেটা তো সম্ভবই নয়। পুরনো অথবা নতুন সমস্ত হোলি স্পেশাল গান একসঙ্গে কমপাইল করে রাখুন। সঙ্গে ঢোল বিটস রাখতে পারেন। মাঝেমাঝে সেটাও বাজাতে পারেন।
৩. হোলি পার্টি করছেন অথচ ঠান্ডাই রাখবেন না, তা কী করে হয়, তাই না? নানা ফ্লেভারের ঠান্ডাই পাওয়া যায় এখন বাজারে। কিনে আনুন অথবা বাড়িতে নানা ফ্লেভারের ঠান্ডাই বানিয়ে নিন। সঙ্গে রাখতে পারেন বিভিন্ন ধরনের শরবত।
৪. বেশ কিছু লোভনীয় খাবার রাখতে পারেন। নানা ধরনের চাট, ফুচকা, ভেলপুরি, সিঙাড়া, খাস্তা নিমকি, কাবাব। পাশপাশি রাখতেই পারেন শুকনো মিষ্টি। অ্যালকোহল সেবন করতে চাইলে আলাদা কাউন্টার করুন। বেশ কিছু কালারফুল ককটেল রাখতে পারেন।
৫. রঙের উৎসব, তাই রংই প্রধান অনুষঙ্গ। কেমিক্যাল যুক্ত রং না রেখে, বরং রাখুন নানা ভেষজ রং, যা ত্বকের ক্ষতি করবে না।
৬. কিছু গেমসের ব্যবস্থা রাখুন। কার্ড-গেমস হোলি পার্টিতে খুব জনপ্রিয়। এছাড়া ডাম্ব শারাডস, মিউজিকাল চেয়ার, পাসিং দ্য লিকিং বেলুনের মতো খেলার ব্যবস্থা রাখুন।
৭. হোলি পার্টি মানে কিন্তু আফটার পার্টি মেস হবে প্রচুর। তার ব্যবস্থা করে রাখুন। দামি আসবাবপত্র ঢেকে রাখুন। সোফা বা চেয়ারে প্লাস্টিক কভার পরান। ভঙ্গুর জিনিসপত্র একটু নাগালের বাইরে রাখা ভালো।