কলকাতা: অনেকেই এমন রয়েছেন যাঁদের বয়স হয়ত ৩০ পেরোয়নি কিন্তু তার আগেই ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন। এমনকী ২৩ বছরের তরুণীকেও মনে হয় যেন কত বয়স হয়ে গিয়েছে। আর বয়সের ছাপ সবার আগে মুখের ওপর পড়ে। ত্বক (Skin) কুঁচকে যায়, দেখা যায় বলিরেখা। বর্তমান সময়ের ব্যস্ততা, মানসিক চাপ, দূষণ এসবের কারণেই মূলত বয়সের আগেই বলিরেখা পড়ে যায় মুখে। অনেকেই এই সমস্যা তাড়ানোর জন্য নানান নামী দামী ক্রিম ব্যবহার করেন। কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। বরং উল্টে আরও ক্ষতি হয় ত্বকের। তবে চিন্তা নেই। এই বলিরেখার সমস্যা দূর করতে পারে মাত্র একটি উপাদান। আর তা হল নারকেল তেল। জেনে নিন বলিরেখা কমানোর জন্য ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন নারকেল তেল-
১) প্রথমে ঠান্ডা জলে দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এবার আঙুলের ডগায় সামান্য নারকেল তেল নিয়ে গোটা মুখে, গলায় এবং হাতে ভালো করে ম্যাসাজ করুন। এরপর সারারাত মুখে তেলটা রেখে দিন, ত্বক নিয়ে থেকে তা শোষণ করে নেবে। পরদিন সকাল বেলা ঘুম থেকে উঠেই ভালো করে ধুয়ে ফেলুন। নিয়মিত এটা ব্যবহার করলে বলিরেখার সমস্যা অনেকটাই দূর হবে। একই সঙ্গে ত্বক ভালো রাখবে এবং নরম থাকবে।
২) অ্যাপল সাইডার ভিনিগারের সঙ্গে নারকেল তেল এই সমস্যা দূর করতে আরও সহায়ক। এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং জল মিশিয়ে আগে মুখে লাগান। এটা মুখে শুকিয়ে গেলে নারকেল তেল দিয়ে ভালো করে মুখ ম্যাসাজ করুন। এরপর সারারাত মুখে তেলটা রেখে দিন। সকালে উঠে ধুয়ে নিন। অ্যাপল সাইডার ভিনিগার ত্বকে অ্যাস্ট্রিনজেন্টের কাজ করে, আর নারকেল তেল ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা জুগিয়ে দূরে রাখে ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে।
আরও পড়ুন:Ranjit Mallick | Ghosh Babur Retirement Plan | অবসর নিচ্ছেন ‘ঘোষ বাবু’ রঞ্জিৎ মল্লিক
৩) ভিটামিন ই ত্বকের ক্ষেত্রে খুব সহায়ক। প্রথমে ভিটামিন ই ক্যাপসুল থেকে তেলটা বের করে নিন পুরো, তারপর তার সঙ্গে নারকেল তেল মেশান। এবার ভালো করে ম্যাসাজ করুন। সকাল বেলা উঠে ধুয়ে ফেলুন। রোজ রাতে এটা ব্যবহার করুন।ভিটামিন ই ও নারকেল আপনার ত্বকে বার্ধক্যকে প্রতিরোধ করবে এবং বলিরেখা কমাতে সাহায্য করবে।
৪) দুধের মধ্যে লেবুর রস দিলে সহজেই ছানা কেটে যায়। আর এই ছানাই এবার কমাবে আপনার ত্বকের বলিরেখা। ছানায় নারকেল তেল মিশিয়ে ভাল করে মুখে ম্যাসাজ করুন। দু থেকে তিন মিনিট ম্যাসাজ করার পর ওই মিশ্রণটি মুখের মধ্যে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি উজ্জ্বল করবে আপনার ত্বক এবং দুধ ও নারকেল তেল দূর করবে বলিরেখা।