উত্সবের মরসুমে মশার কামড় যেন আপনার আনন্দ মাটি করতে না পারে তাই মশার উপদ্রব থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। বাড়ির বাইরে থাকুন কিংবা বাড়ির ভিতরে ডেঙ্গু, ম্যালেরিয়া ছডা়নো মশার হাত থেকে নিজের এবং পরিবারের সারাক্ষণ রক্ষা করা বেশ কঠিন। এদিকে একবার এই রোগগুলির জীবাণু শরীরে গেলে সহজে রক্ষা নেই। তাই সুস্থ থাকে আগাম ব্যবহস্থা নিয়ে রাখাই ভাল। আপনার এই কাজ সহজ করবে মশা তাড়ানোর এই পাঁচটি জিনিস। কী কী দেখে নিন-
ইলেকট্রনিক এলইডি মসকুইটো কিলার মেশিন
এটি ইকো ফ্রেন্ডলি এবং কোনও আওয়াজ না করে সহজেই মশাদের মেরে ফেলে। এই মেশিন থেকে এক ধরনের বেগুনি রশ্মীর বিচ্ছুরণ ঘটে যার মাধ্যমে মশাদের গতিবিধি বুঝে মশাদের সহজে মারতে সুবিধে হয়। তবে শুধু মশা নয় অন্যান্য পোকা মাকড় ও মাছিও মারতে পারে এই যন্ত্রটি।
এলইডি মসকুইটো ট্র্যাপ ল্যাম্প
এই মেশিন সাইক্লোন অ্যাবজর্পশন টেকনোলজিতে মেনে কাজ করে এবং ঘরের যে কোনই রাখা হোক না কেন সহজে মশাদের মেরে ফেলে। এই মেশিন বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলাদের জন্য একদমই ক্ষতিকারক নয়। চুপচাপ কাজ করে। এই এলইডি মসকুইটো ট্র্যাপ ল্যাম্প শুধু মশাই নয় অন্যান্য পোকা মাকড়ও মেরে ফেলতে সক্ষম।
মসকুইটো রিপেলেন্ট মেশিন
বাড়িতে মশা তাড়ানোর সব থেকে সহজ ও ভাল উপায় হল মসকুইটো রিপেলেন্ট মেশিন। তবে শুধুমাত্র রাতের দিকেই ব্যবহার করলে চলবে না। ডেঙ্গু ও ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে এই রিপেলেন্ট ব্যবহার করতে হবে দিনের বেলাতেও। প্রথমে জানলা দরজার বন্ধ অবস্থায় এই রিপেলেন্ট অন করুন এবং এর ১০ মিনিট পরেই জানলা দরজা খুলে দিন। এতে মশার উপদ্রব কিংবা বাইরে থেকে মশা এলে তা আটকানো যাবে আবার রিপেলন্ট মেশিনের ব্যবহৃত লিকুইডের ধোঁয়ায় নিশ্বাস নিতে কষ্ট হবে না।
মসকুইটো রিপেলেন্ট ফেব্রিক রোল অন
বাড়ির বাইরে বেরোলে জামায় এই রোল অন মসকুইটো রিপেলেন্ট লাগিয়ে বেরোতে পারেন। এটা মশার আক্রমণ থেকে আপনাকে দূরে রাখবে। এই রোল অনের সব থেকে ভাল ব্যাপার হল এটা জামায় লাগালে কোনও দাগ বা ছোপ ফেলে না।
ফাস্ট কার্ড
এটা বিশেষ ধরনের মসকুইটো রিপেলেন্ট যা দ্রুত, ব্যবহারের তিন মিনিটের মধ্যেই কাজ শুরু করে। বুকলেট থেকে একটি কার্ড ছিঁড়ে নিন মুড়ে আগুন ধরিয়ে নিন। এবার আগুন নিভিয়ে এক কোনে রাখুন। অল্প সময়ের মধ্যেই মশার উপদ্রব কমে যাবে।