সকালে ডিও বা পারফিউম লাগাতে গিয়ে সমস্যা হয় অনেকের। কারও অ্যালার্জি কারও আবার ত্বক এত সংবেদনশীল যে ডিও লাগালেই সমস্যা হয়। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন সুগন্ধিযুক্ত বডি অয়েল। বিশেষ করে শীতকালে এই ধরনের তেল খুবই কাজের। এটা যেমন আপনার ত্বক হাইড্রেটেড ও ময়শ্চারাইজড রাখবে তেমনি আবার আপনার গায়ে এর সুবাস থাকে। তাই আলাদা করে ডিও বা পারফিউম লাগানোর প্রয়োজন পড়ে না। যেমন-
গোলাপের তেল
গোলাপের মিষ্টি গন্ধ কম বেশি সবাই পছন্দ করেন। এর গন্ধে এক মুর্হূতেই মুড ভাল হয়ে যায়। এর অ্যান্টি স্ট্রেস কার্যকারিতাও রয়েছে। তাই স্নানের পর এই তেল গায়ে মেখে নিন। ত্বক ও মন দু’টোই ভাল থাকবে।
চন্দনের তেল
চন্দনের গন্ধ প্রত্যেকের ভাল লাগে। এর ন্যাচারাল ও রিল্যাকসিং সুগন্ধ সারাদিন আপনার মন ভাল রাখবে। প্রয়োজনে স্নানে পর এটা সারা হায়ে স্প্রে করে নিন। তবে সরাসরি গায়ে লাগাবেন না।
আরও পড়ুন: পীঠের অ্যাকনের কারণে পড়তে পারছেন না ব্যাকলেস ড্রেস? কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা
ল্যাভেন্ডার অয়েল
ল্যাভেন্ডারের সুবার গোটা দিন আপনাকে স্ট্রেস ফ্রি রাখবে। এতে এমন অনেক উপাদান আছে যা ত্বকের জন্য খুবই কার্যকরী। স্নানের পরে ল্যাভেন্ডার তেল গায়ে মেখে দিন। এর সুগন্ধ বেশ দীর্ঘস্থায়ী।
নেরোলি অয়েল
বাজারে নেরোলি অয়েলের সুবাস যুক্ত অনেক পারফিউম পাওয়া যায়। তবে আপনি চাইলে এই তেল কিনে বাড়িতেই পারফিউম বানিয়ে নিতে পারেন। স্নানের পর এই তেল গোটা গায়ে স্প্রে করে নিন।
জুঁই ফুলে তেল
জুঁই ফুলের মিষ্ঠি সুবাস গোটা দিন আপনার মন ভাল রাখবে। ক্লান্তি আসতে দেবে না। বাড়িতে বেরোনোর আগে স্নানের পর এই তেল সারা গায়ে লাগিয়ে নিন কিংবা স্প্রে করতে পারেন।