শরীরের পাশাপাশি পুষ্টির দরকার চুলেরও। এমনিতেই পরিবেশ দূষণ, আবহাওয়ার তারতম্য এবং অনিয়মিত জীবনযাপনের প্রভাব পড়ে আমাদের চুলের ওপরও। তার ওপর আবার উত্সবের মরশুমে নানা রকমের হেয়ার স্টাইলিং সরঞ্জামের অত্যাচার তো আছেই। তাই শীতের রুক্ষ হাওয়ায় চুলরে যাতে বাড়তি সমস্যা না হয় তার জন্য সময় থাকতে আপনার চুলকে দিন প্রয়োজনীয় পুষ্টি। তাই ঘরোয়া উপকরণের ব্যবহারে বাড়িতেই বানিয়ে নিন এই তিনটি হেয়ার মাস্ক। চুল পড়া, খুসকি, চুলের ভঙ্গুর হয়ে যাওয়া সব কিছুর সমাধান তো হবেই বাড়তি পাবেন ঘন, মজবুত চুল। অন্যদিকে বাজার চলতি প্রসাধনী কিনে ক্ষতিকারক রাসায়নিকের হাতে থেকেও রেহাই পাবে চুল। এই তিনটি মাস্কই অল্প সময় খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন।
পাকা কলা ও ডিম দিয়ে তৈরি করে নিন এই হেয়ার মাস্ক
উপকরণ
কলা- ১ টা
ডিমের সাদা অংশ- ১টা
কী ভাবে বানাবেন এই হেয়ার মাস্ক
কলা ব্লেন্ডারে দিয়ে ভাল করে চটকে নিন। একটি পাত্রে কলার সঙ্গে এবার ডিমের সাদা অংশ মিশিয়ে দিন। ভাল করে গুলিয়ে নিন যাতে দুটি উপকরণ ভালভাবে একে অপরের সঙ্গে মিশে যায়। এবার এই মিশ্রণ মাথায় ও চুলে লাগিয়ে নিন। কমপক্ষে এক থেকে দুঘন্টা রেখে মাথায় রেখে মাথা ধুয়ে নিন। ভাল ফল চাইলে আপনি সারারাত এই মিশ্রণ মাথায় লাগিয়ে রাখতে পারেন। তবে ডিমের আঁশটে গন্ধে বিষয়টা অস্বস্তিকর হতে পারে। চুল ধোওয়ার সময় চেষ্টা করবেন মাইলড শ্যাম্পু বাছতে। কড়া কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভাল। শ্যাম্পুর পর ময়শ্চারাইজ করতে ভুলবেন না।
এই হেয়ার মাস্কের উপকারিতা
ডিমের সাদা অংশে প্রচুর পরিমানে প্রোটিন রয়েছে। এটি মাথার ত্বকের অতিরিক্ত তেল সরিয়ে চুল মজবুত করে তোলে। খুশকির সমস্যা মিটিয়ে চুলের স্বাস্থ্য ভাল করে। অন্যদিকে কলায় রয়েছে প্রচুর পরিমানে পটাশিয়াম, ভিটামিন ও ন্যাচারাল অয়েল। এই উপাদানগুলি চুলের আর্দ্রতা বজায় রাখে এবং চুলে জেল্লা ফেরায়।
মেথির হেয়ার মাস্ক
উপকরণ
এক কাপ মেথি
দেড় কাপ জল
কী ভাবে বানাবেন এই হেয়ার মাস্ক
আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রেখে দিন। সকালে হাত দিয়ে কিংবা ব্লেন্ডার ভাল করে মেথি পিষে নিন। এবার এই পেস্ট মাথায় এবং চুলে ভাল করে লাগিয়ে নিন। এই পেস্ট ১ থেকে ২ ঘন্টা মাথায় লাগিয়ে রাখুন। এরপর চুল ভাল করে ধুয়ে নিন। কড়া কেমিকেল যুক্ত শ্যাম্পুর বদলে মাইল্ড শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পুর পরে কন্ডিশনার লাগাতে ভুলবেন না।
এই হেয়ার মাস্কের উপকারিতা
মেথিতে প্রচুর পরিমানে আয়রন ও প্রোটিন রয়েছে। এটা চুলকে বাড়তে সাহায্য করে এবং চুল পড়া কম করে। এর পাশাপাশি খুশকি সারাতে মেথি দারুণ কাজের। এবং চুল মজবুত করে চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনে।
অ্যালোভেরা হেয়ার মাস্ক
উপকরণ
এক কাপ অ্যালোভেরা জেল
নারকেল তেল- ২ থেকে ৩ টেবিল চামচ
কী ভাবে বানাবেন এই হেয়ার মাস্ক
এক কাপ অ্যালোভেরা জেল নিন। পারলে ন্যাচারেল জেল ব্যবহার করলে ফল আরও ভাল হবে। এবার এই জেলের সঙ্গে ২ থেকে ৩ চামচ নারকেল তেল মিশিয়ে দিন। ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণ মাথায় ও চুলে ভাল করে লাগিয়ে নিন। এই মিশ্রণ এক থেকে দু’ঘন্টা মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না।
এই হেয়ার মাস্কের উপকারিতা
অ্যালোভেরা তে প্রচুর পরিমানে প্রাকৃতিক উপাদান রয়েছে। এটা চুল মজবুত করে। এর পাশাপাশি চিটচিটে চুল, মাথায় চুলকানির সমস্যা ও চুলের স্বাস্থ্য ভাল করে। অন্যদিকে নারকেল তেল চুলে আর্দ্রতা জোগায় এবং ফ্রিজি হেয়ার বা ভঙ্গুর চুলের সমস্যার সমাধান করে।
(ছবি সৌজন্য: Amazon)