বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বাথরুম (Bathroom)। তা সকালে ঘুম থেকে উঠেই আবার দিনের শেষে ঘুমোতে যাওয়ার আগেই বাথরুমে না গেলেই নয়। এখানেই শেষ নয় হাড়ভাঙা খাটুনির শেষে বাড়ি ফিরে শরীর মন চাঙ্গা করে তুলতে এই বাথরুমই ঠাই। শুধু কি তাই প্রয়োজনীয়তা, আরামের গন্ডি পেড়িয়ে আমাদের অনেকের মাথা খুলে যায় কিংবা বুদ্ধি বেড়ে যায় শাওয়ারের তলায় দাড়িয়ে। তা এত গুরুত্বপূর্ণ জায়গা হয়েও বাথরুমের সাজসজ্জার বিষয়টিকে আমল দিই না। আপনিও যদি এই দলের একজন হন তাহলে এবার একটু আমল দিয়েই দেখেন। হয়ত আমূল পরিবর্তন আসবে আপনার জীবনযাত্রায়।
১. ওয়ার্ম লাইটিং
ওয়ার্ম টোনের আলো যেমন মোমবাতি বা বিশেষ ল্যাম্প শেডের আলোতে আপনার বাথরুম বেশ আকর্ষণীয় হয়ে উঠবে। এই ধরনের আলো আমাদের সারকেইডিয়েন রিদেমে (Circadian Rhythm) প্রভাব বিস্তার করে। এক দিনে বা ২৪ ঘন্টার চক্রে আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়া যে ছন্দে কাজে করে তাকে সারকেইডিয়েন রিদেম বলা হয়। এই বিশেষ রিদেম অনুযায়ী ক্লান্ত শরীরের এই ওয়ার্ম টোন আলো ভাল কাজ করে। ক্লান্তি দূর করে মন শান্ত করে।
২. ইন্ডোর প্লান্টস
সবুজের ছোঁয়ায় বলা বাহুল্য বাড়ির পরিবেশ সতেজ ও প্রাণবন্ত হয়ে উঠে। একই ভাবে আপনার বাথরুমকে জীবাণু মুক্ত ও সুন্দর করে তুলতে ইন্ডোর প্ল্যান্ট ব্যবহার করতে পারেন। তবে জায়গার অভাবে ইন্ডোর প্ল্যান্টের বদলে কৃত্রিম পাতার ঝালর লাগিয়ে বাথরুম সাজিয়ে নিতে পারেন।
৩. বাথরুমকে দুর্গন্ধমুক্ত রাখুন
আজকাল বাকি ঘরগুলির মতোই বাথরুম নিয়েও যথেষ্ট পরিকল্পনা করেই নতুন বাড়ি বা ফ্ল্যাট তৈরি করা হয়। যুগের সঙ্গে তালমিলিয়ে রাখা হয় দুর্দান্ত সব টয়লেট অ্যাকসেসরি (Toilet Accessory)। কিন্তু একবার ভাবুন এত ঝামেলা-ঝক্কির পর যদি এই বাথরুম দিয়েই বাজে গন্ধ বেরোয় তাহলে তো সব মাটি! তাই বাথরুম সাজানোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এটাকে দুর্গন্ধমুক্ত করা। এর জন্য আপনার বাথরুমের আকার অনুযায়ী সুগন্ধিত মোমবাতি, এয়ার ডিফিউজার, এয়ার ফ্রেশনার এমনকি পারফিউম ব্যবহার করতে পারেন। বাইরে থেকে বাড়ি ফিরে ক্লান্তি দূর করা কিংবা সকালে উঠে গোটা দিনের জন্য নিজেকে চাগিয়ে তোলা, এই দুই ক্ষেত্রে সুগন্ধিত বাথরুম আপনার অজান্তেই অনেকটা প্রভাব ফেলবে।
আরও পড়ুন: অপরিষ্কার শৌচাগার শরীরের জন্য কতটা ক্ষতিকারক?
৪. অর্গ্যানাইজার না থাকলেই নয়
শুধু মাত্র গামছা বা তোয়ালে টাঙানোর একটি মাত্র রড বা সাবান শ্যাম্পু রাখার একটা মাত্র তাক যথেষ্ট নয়। বরং বডি রাপার বা বাথরোবের রাখার জন্য একটা অর্গানাইজার রাখলে খুবই কাজে দেবে। একই ভাবে বডিওয়াশ, শ্যম্পু সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্যেও অর্গানাইজার বক্স রাখলে দেখতে ভাল লাগবে।
আরও পড়ুন: বাথরুমে মাকড়সার জাল হতে দেবেন না