কফির ক্যাফেন-কিক ছাড়া আপনার ঘুমের ঘোর কাটে না, তাই প্রত্যেকদিন সকালে আর যাই হোক এক কাপ কফি আপনার চাই। তবে আপনার এই প্রিয় পানীয় যে শুধু ঘুম ভাঙাতে কিংবা শরীর মন চাঙ্গা করতেই কাজে লাগতে পারে তা কিন্তু নয়। ত্বক ও চুলের পরিচর্যায়ও দারুণ ভাল কাজ করে কফি। অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই কফি চুলে ভিতর থেকে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিয়ে টেক্সচার ভাল করে। চুল পড়া বন্ধ করে এবং খুশকির সমস্যা কমিয়ে দেয়।
তাই চুলের স্বাস্থ্য ভাল করতে এবং চুল আরও শক্ত ও মজবুত করে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন কফির তৈরি দুর্দান্ত এই সব ঘরোয়া টোটকা।
কফি হেয়ার মাস্ক: মাথার ত্বক ও চুলে পর্যাপ্ত পরিমানে আর্দ্রতার জোগান দেবে এই মাস্ক। কীভাবে বানাবেন এই মাস্ক দেখে নিন।
উপকরণ
মাস্ক বানানোর পদ্ধতি
কফি স্ক্রাব: স্ক্যাল্প ও হেয়ার ডিটক্সিফিকেশনের দারুণ কাজ করবে এই কফি স্ক্রাব
উপকরণ
এই স্ক্রাব বানিয়ে ফেলুন এ ভাবে
সব কটি উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মাথার ত্বকে ও চুলে লাগিয়ে নিন। কুড়ি মিনিট পর চুল ভাল করে ধুয়ে ফেলুন। তবে এই স্ক্রাব সপ্তাহে দু’বারের বেশি ব্যবহার করবেন না। যেভাবে বেশি কফি খেলে শরীরের ক্ষতি হয় সেরকমই এই স্ক্রাবের মাত্রাতিরিক্ত ব্যবহারে চুল ও মাথার ত্বক শুষ্ক হয়ে যাবে।
কফি অয়েল: কফির তৈরি হেয়ার অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলে প্রয়োজনীয় আর্দ্রতার জোগান দেয়।
উপকরণ
এই হেয়ার অয়েল বানিয়ে ফেলুন এ ভাবে
আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী সমান পরিমাণে কফি ও অলিভ অয়েল মিশিয়ে নিন। এবং মাথায় ও চুলে এই তেল লাগিয়ে ঘন্টাখানেক রেখে দিন। এবার মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
এর আগে কি আপনি কখনও চুল কফির ব্যবহার করেছেন। যদি না করে থাকেন তাহলে কফির তৈরি এই মাস্ক, স্ক্রাব ও হেয়ার অয়েল ব্যবহার করুন। এবং ব্যবহারের ফলে আপনার চুলে উল্লেখ্যযোগ্য পরিবর্তন দেখছেন কিনা তা জানাতে ভুলবেন না।
ছবি সৌজন্য: Pixabay