আর বাদবাকি পাঁচজনের মতো ‘থার্টি ফার্স্ট নাইটের’ হই হুল্লোড় আপনার তেমন পছন্দ না। বরং বছরে শেষ ও নতুন বছরের মাহেন্দ্রক্ষণ কাটাতে চান মনের মানুষ, বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে কথায়, গানে, গল্পে আড্ডায় আর সঙ্গে খাওয়া-দাওয়া অবশ্যই। বাইরের ভিড় ভাট্টার বদলে যদি বাড়িতেই জমাতে চান বর্ষ বরণের আসর তা হলে কাজে লাগবে বাড়ি সাজানোর এই সহজ কিছু উপায়।অল্প খরচেই সামান্য ফের বদলে নতুন বছর শেষের আনন্দ উদযাপনে এভাবে সহজেই সাজিয়ে ফেলুন বাড়ি। যেমন-
ক্যান্ডেল হোল্ডার লণ্ঠন
বাড়ির সামনে যদি খানিকটা খোলা জায়গায় থাকে যেমন বাগান কিংবা লন তাহলে সেখানে কয়েকটা ক্যান্ডেল হোল্ডার লণ্ঠন দিয়ে সাজাতে পারেন। এর নরম আলোয় বেশ মনোরম হয়ে উঠবে পরিবেশ। এইগুলো হোলসেল মার্কেটে বেশ সস্তায় পেয়ে যাবেন।
বসার ঘর সাজিয়ে নিন
আগে থেকেই যদি অন্দরসজ্জায় মেকওভারের জন্য বাজেট আলাদা করে রাখা থাকে। তা হলে একেবারে মাসের শেষে পকেটে টান পড়ার চিন্তা নেই। সেক্ষেত্রে ঘরের ভারী পর্দার ওপর নেটের পর্দা, বেলুন, লাইটিং ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে তুলতে পারেন। সঙ্গে পছন্দের মিউজিক কিংবা পছন্দের কোনও মুভি চালিয়ে বন্ধু-বান্ধব মিলে আনন্দ করুন।
বাড়িতে পার্টি মুড আনতে চাইলে
বাজার থেকে রকমারী এলইডি লাইট দিয়ে বাড়ি ও পার্টি এরিয়া সাজিয়ে তুলতে পারেন। আজকাল এগুলো সহজেই বাজারে পাওয়া যায়। চাইলে ক্রিসমাস ডেকরেশনের কিছু স্টার, ক্রিসমাস ট্রি ও ক্রিসমাস বল দিয়ে বাড়ি সাজিয়ে নিন। আক কী চাই পার্টি মুড অন। হালকা গানের বছলে যে কোনও মিউজিক অ্যাপ থেকে পছন্দের ডিজে প্লে লিস্ট চালিয়ে নিন। দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার অতিথিরা বেশ উপভোগ করবে। আনন্দ উদযাপনের মাঝে কখন নতুন বছরে এসে পড়বে তার খেয়ালই থাকবে না।
ওয়াইন অ্যান্ড ডাইন
নতুন বছরের উদযাপনে বন্ধুদের জন্য ওয়াইন অ্যান্ড ডাইনের ব্যবস্থা রাখলে বাড়ির খালি জায়গা বেছে নিন। খালি কাবোর্ড থাকলে পরিষ্কার করে তাতে এলইডি লাইটের তার লাগিয়ে নিন। ভিতরে পছন্দের পানীয় রাখার ব্যবস্থা করুন।বারের মতো নরম, স্মোকি একটা লুক দিন ওই জায়গায়।অতিথিদের পছন্দ অনুযায়ী গান আর সঙ্গে গল্প, আড্ডা, পছন্দের পানীয় আর খাওয়া দাওয়া। জমে যাবে বর্ষ বরণের আসর।
সেন্টেড ক্যান্ডেল দিয়ে ঘর সাজিয়ে নিন
শুধুমাত্র পরিবারের লোক জন ও হাতে গোনা কয়েকজন বন্ধু নিয়ে গেট টুগেদার করার চিন্তাভাবনা থাকলে বাড়ির জোড়ালো আলোর বদলে হালকা আলো জ্বালান। কিংবা কোনও আলো না জ্বালিয়ে সেন্টেড ক্যান্ডেল দিয়ে সাজিয়ে নিন বসার ঘর।মনোরম পরিবেশে ঘুঁচে যাবে দিনের শেষের ক্লান্তি। রিফ্রেশিং ড্রিঙ্ক যেমন ভার্জিন মোহিতো কিংবা ব্লু ল্যাগুনের ব্যবস্থা রাখতে পারেন। যাঁদের শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ তাঁদের জন্য চমত্কার এই আয়োজন। আর অবশ্যই পছন্দের পুরনো দিনের গান কিংবা স্লো মিউজিক। দেখবেন পুরনো বছরের না পাওয়া ভুলে কষ্ট কাটিয়ে নতুন বছরের নতুন সম্ভাবনার আশায় একরাশ ভাল লাগায় ভরে উঠবে মন।