শীতের আমেজ থাকলেও এবছর জাঁকিয়ে শীত যেন এখনও অধরা। মাঝেমধ্যেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে ঠিকই তবে তাও শীত প্রেমীদের কাছে দুধের সাধ যেন ঘোলে মেটানোর মতোই। তাই এখনও পর্যন্ত ‘উইন্টার ফ্যাশন’ নিয়ে অনেকেই তেমন ভাবে মাথা ঘামায়নি এবছর। আপনিও যদি এই দলেরই একজন হন তা হলে এবার কিন্তু শীতের দাপট খানিকটা হলেও বাড়বে। আবহাওয়ার পূ্র্বাভাস অনুযায়ী সামনেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা হলে একদিকে মেঘলা আকাশ অন্যদিকে উত্তুরে হাওয়া সব মিলিয়ে নতুন করে পারদ নামার একটা সম্ভাবনা রয়েই যাচ্ছে। তেমনটা হলে অন্যদের তুলনায় ‘উইন্টার ফ্যাশনে’ যাতে আপনি পিছিয়ে না পড়েন তাই দেখে রাখুন এবছরের ট্রেন্ডি সব সোয়েটার স্টাইল।
টার্টেল নেক সোয়েটার (Turtle neck sweater)
এই ধরনের সোয়েটার অল্পবয়সী মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশেষ করে কলেজ গোয়ার্সদের মধ্য এই স্টাইল বেশ হিট। তাই আপনার ক্লাসে হোক কিংবা গার্ল গ্যংয়ের মধ্যে যদি হয়ে উঠতে চান ট্রেন্ডি তা হলে এই শীতে এই টার্টেল নেক সোয়েটার অবশ্যই পড়ুন। সঙ্গে টিমআপ করুন ডেনিম দিয়ে।
রিবন স্টাইল (Ribbon Style)
আপনি আদ্যোপান্ত শীতপ্রেমী তাই শীতের ঠান্ডা হাওয়া আপনাকে কাবু করতে পারে না সহজেই। বরং শীত উপভোগ করতেই ভালবাসেন বেশি। তাই ভারী কোনও সোয়েটার বা জ্যাকেটের বদলে টপ স্টাইল সোয়েটার পরতে চাইলে রিবন স্টাইল সোয়েটার ট্রাই করুন।
ব্ল্যাক টার্টেল নেক সোয়েটার (Black turtle neck sweater)
টার্টেল নেক সোয়েটারের কথা আমরা আগেই বলেছি। তবে ব্ল্যাক টার্টলে নেকের সোয়েটারের ব্যপারই আলাদা। ওয়েস্টার্ন থেকে ইন্ডিয়ান কিংবা ফিউশন এতরকম ভাবে ব্যবহার করা যায় এই ব্ল্যাক টার্টেল নেক সোয়েটার তা বলে শেষ করা সম্ভব নয়। তাই আপনার আলমারিতে যদি এখনও স্থান পায়নি এই সোয়েটার। তাহলে এবছর এটা কিনেই ফেলুন।
ড্রেস স্টাইল সোয়েটার (Dress Style Sweater)
মহিলাদের মধ্যে এই ধরনের সোয়েটার আজকাল খুবই ট্রেন্ডি। বিশেষ করে যদি কোনও উইন্টার পার্টিতে যাওয়ার ব্যপার থাকে সেক্ষেত্রে এই ড্রেস স্টাইল সোয়েটার পরতে পারেন। এতে আপনার উইন্টার ফ্যশন সেন্স যেমন অন্যদের কাছে প্রশংসিত হবে তেমনই আবার ঠান্ডাতেও বেশ আরামদায়ক এই ড্রেস স্টাইল সোয়েটার।