ভাল মেকআপ পেতে গেলে সব থেকে আগে দরকার সঠিক বেস। আর এখানেই প্রয়োজন ভাল প্রাইমারের। তবে অনেকই প্রাইমারের গুরুত্ব বোঝেন না আর এর ফলে প্রাইমার কেনার সময় বিশেষ চিন্তাভাবনাও করেন না। আর তাই মনের মতো মেকআপ ফুটিয়ে তোলার স্বপ্ন অধরা থেকে যায়। এদিকে এই প্রাইমার ত্বকের আর্দ্রতা বাড়ানোর পাশাপাশি ত্বকের রোমছিদ্রগুলিকেও আড়াল করে ত্বক মসৃণ করে তোলে। তাই প্রাইমার কেনার সময় সাত পাঁচ না ভেবে কিনলেই লোকসান। আবার এটাও ঠিক ভাল মেকআপ সামগ্রী মানেই নামী দামী ব্রান্ডের প্রাইমার যা বাছতে হলে পকেটে টান পড়তে বাধ্য। এদিকে বছরের শেষ মাসে একের পর এক বিয়ে তারপর ক্রিসমাস, নিউ ইয়ার পার্টি তাই পকেটে টান পড়তে বাধ্য। তাই এই অবস্থায় রাসায়নিক প্রাইমারের পিছনে টাকা না ঢেলে বরং প্রাকৃতিক উপাদান দিয়ে সহজ উপায়ে বাড়িতেই বানিয়ে নিন প্রাইমার। রইল প্রাইমার তৈরির রেসিপি-
অ্যালোভেরা ও অলিভ অয়েল দিয়ে এভাবে বানিয়ে নিন প্রাইমার
শীতকাল মানেই শুষ্ক ত্বক। তাই শুষ্ক ত্বকরে জন্য ২ চামচ অ্যালোভেরা জেল এক চামচ অলিভ অয়েলের সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। ব্যাস আপনার হোমমেড প্রাইমার রেডি। মেকআপের আগে এই প্রাইমার মুখে লাগিয়ে নিন। এবং শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে মেকআপ করতে শুরু করুন।
আরও পড়ুন: ডিউই না ম্যাট ফিনিশ? জানুন শীতকালের বিয়ে বাড়িতে কোন লুক বেশি হিট
অ্যালোভেরা ও উইচ হেডেল দিয়ে তৈরি করুন প্রাইমার
রোজকার ব্যবহারের ময়শ্চরাইজারের সঙ্গে ২ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। দু’টো উপাদানকেই এমন ভাবে মেশাতে হহে যাতে অ্যালোভেরা জেল ভালভাবে মিশে যায়। ত্বক যদি তৈলাক্ত হয় সে ক্ষেত্রে এই মিশ্রণে ২ফোঁটা উইচ হেজেল মিশিয়ে নিন। এর ফলে ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যা হবে না। মেকআপ শুরু করার আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন।
সানস্ক্রিনের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে বানিয়ে ফেলুন প্রাইমার
ত্বকের চাহিদা অনুযায়ী সানস্ত্রিন বেছে নিন। এবার এই সানস্ক্রিনের সঙ্গে ২চামচ অ্যালোভেরা রস মিশিয়ে নিন। এরপর এতে অল্প ফাউন্ডেশন মেশান। মেকআপের আগে এই মিশ্রণ ভাল করে আলতে হাতে মুখে লাগিয়ে নিন। এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কাজে দেবে। বিশেষ করে শীতকালে মেকআপ ফেটে যাবে না।
এক চামচ গ্লিসারিনে ৩ চামচ জল ভাল করে মিশিয়ে নিন। এবার এতে আপনার ব্যবহারের আধ চামচ ময়শ্চরাইজার দিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। মেকআপের আগে এই স্প্রে ব্যবহার করুন। স্প্রে করার পর ভাল করে শুকিয়ে নিন।