বৈশাখ (Baishakh) মাস মানেই গরমের (Summer) পাশাপাশি বিয়েরও মরশুম (Wedding Season)। শীতকালের (Winter) মতো খুব ঘন ঘন বিয়ের অনুষ্ঠান না থাকলেও, এই গরমে কয়েকদিন নিমন্ত্রণ তো থাকেই। বৈশাখের এই গরমেও সাত পাক ঘোরেন অনেক দম্পতি। ভরা গরমে বিবাহ অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলে কেউ কেউ এড়িয়েও যান। কিন্তু গরমের জন্য কী অনুষ্ঠানে যাবেন না? এটা তো কোনও কথা হল না।
নিকট আত্মীয় বা কাছের বন্ধুর বিয়ে থাকলে তো আর এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সেই বিয়ে বাড়িতে যেতেই হয়। কিন্তু এই গরমে কী পরে যাব। কী সাজব। সেই চিন্তায় ঘুরতে থাকে মাথায়। কোন ধরনের পোশাক পরলে দেখতেও ভালো লাগবে, আবার গরমও কম লাগবে। তাই না? রইল কিছু ফ্যাশন টিপশো।
আরও পড়ুন: IPL 2023 | RCB vs PBKS | আরসিবির ম্যাচ জেতার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে ঝড়-বৃষ্টি
সুতির পোশাক
গরমকাল মানেই সুতির জামাকাপড়। এর থেকে গরমে আরামদায়ক আর কিছুই হতে পারে না। কি তাই তো? কিন্তু কোনও অনুষ্ঠানে সুতির পোশাক পড়তে অনেকেই পছন্দ করেন না। তবে এখন কিন্তু মার্কেটে বেশ সুতির পোশাক পাওয়া যায়। কুর্তা বা সালোয়ার কিন্তু পড়ায় যায় এই গরমের যে কোনও অনুষ্ঠানে। সুতির বিভিন্ন ধরনের ডিজাইন করা পোশাক বাজারের এখন রমরমিয়ে বিকচ্ছে। সেই পোশাকগুলোতে রয়েছে অসাধারণ কারুকার্যও। তাহলে এবারের গরমে যে কোনও অনুষ্ঠানে আপনি বেছে নিতে পারেন সুতির জামাকাপড়।
সিল্ক
অনেকেই মনে করেন, গরমকালে সিল্কের শাড়ি পরলে স্বাচ্ছন্দ্য নষ্ট হবে। অতিরিক্ত গরম লাগতে পারে। এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। সিল্কের মতো ফ্যাব্রিক আবহাওয়ার সঙ্গে মানিয়ে যায়। তবে ভারী শাড়ি পরলে গরম লাগাই স্বাভাবিক।
হালকা সিল্কের শাড়ি বিয়েবাড়ির জন্যে বেছে নিন। সিল্কের কো-অর্ড সেট কিংবা কুর্তা-সালোয়ারও পরতে পারেন। খুব সুন্দর দেখাবে আপনাকে।
এমব্রয়ডারি ওয়ার্ক
সিল্ক পরতে একান্তই পছন্দ না করলে আপনি সুতির পোশাক বেছে নিতে পারেন। সুতির শাড়ি বা সালোয়ার-কামিজ সেটও পরতে পারেন। দেখতে সুন্দর লাগবে। তবে এই শাড়ি বা কামিজের উপর যদি এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকে, তা দেখতে আরও বেশি ভালো লাগবে।
আপনিও সেরকম পোশাকই বেছে নিন। কেউ আপনার দিক থেকে নজর ফেরাতে পারবেন না।