চাঁদিফাটা গরমে (Summer) নাজেহাল অবস্থা তৈরি হয়েছে। প্রতিনিয়ত চড়ছে তাপমাত্রার (Temperature) পারদ। গনগনে গরমে আপাতত এসিরই (AC) জয়জয়কার। এক এবং একমাত্র রক্ষাকর্তা। সকাল কিংবা রাত সারাদিনই প্যাচপ্যাচে গরম অনুভূত হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের ১৭ জেলায় তাপমাত্রার (Temperature) পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। চার জেলায় পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে এত কম ফারাক অস্বস্তি আরও বাড়াচ্ছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ২৪ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লু বইবে কলকাতায়।
আরও পড়ুন: Weather | Heat Wave | চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, কেথায় জেনে নিন
স্বাভাবিক নিয়মেই এ সময়ে এসি কেনার তাগিদ বাড়ে। গরমের কথা মাখায় রেখে বিভিন্ন সংস্থা এসি কেনার জন্য নানারকম ছাড় দিতে শুরু করে এই সময়ে। কিন্তু এসি কিনে স্বস্তি পেতে গিয়ে মাসের খরচ একধাক্কায় বাড়িয়ে ফেলাও তো কাজের কথা নয়।
এসি মানেই বাড়তি খরচ, চড়া বিদ্যুতের বিল। এমন একটা চালু ধারণা রয়েছে। আর সেই ধারণা খুব ভুলও নয়। কিছু নিয়ম না জানা থাকলে বাতানুকূল যন্ত্রের রক্ষণাবেক্ষণ বোঝা মনে হতেই পারে। তবে এই সব নিয়ম জানলে এসি শুধুই আরামদায়ক। কখন এসি চালাবেন, কী দেখে কিনবেন, কোন বাতানুকূল যন্ত্র কেমন ঘরের জন্য উপযুক্ত, তা আগে থেকে জেনে নিলেই সব দিক সামলানো সম্ভব। সাধারণত জানলায় লাগানো এসির রক্ষণাবেক্ষণ কম। দামও কম। অন্য দিকে স্প্লিট এসির দাম বেশি হলেও সুবিধা অনেক বেশি।