কলকাতা: কমবেশি সবারই স্বপ্ন থাকে চুলকে (Hair) ঘন কালো ও মসৃণ করে পাওয়া। কিন্তু এই স্বপ্নটা অনেকেরই অপূর্ণ থেকে যায়। কারণ, চুল ভালো রাখার জন্যে তার যত্ন নিতে হবে। আর চুলের সঠিক যত্ন না নিতে পারলে তার বারোটা বাজতে খুব বেশি সময় লাগবে না। তাই সেদিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। কীভাবে নেবেন চুলের যত্ন? না, চুলের যত্ন নিতে আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হবে না। বরং ঘরোয়া কিছু হেয়ার প্যাকের সাহায্যেই যত্ন নিতে পারেন আপনি।
হেনার হেয়ারপ্যাক- চুলের জেল্লা ধরে রাখার জন্য এই হেয়ারপ্যাকের কোনও বিকল্প নেই। আপনিও চাইলেই ব্যবহার করতে পারেন। এছাড়া চুল ঘন করতে এবং চুল পড়া কমাতেও সাহায্য করে। হেনার গুণে চুলের নানা সমস্যা চুটকিতেই সমাধান হতে পারে।
কীভাবে বানাবেন- এই হেয়ার প্যাক- একটি পাত্রে হেনা পাউডার নিন পরিমাণ মতো। আপনার চুলের দৈর্ঘ্য এবং ঘনত্ব অনুযায়ী হেনা পাউডার নিতে হবে। এই হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে দিতে হবে। দুই উপাদান ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
কলার হেয়ার মাস্ক- কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, অ্যান্টি অক্সিড্যান্ট এবং প্রাকৃতিক তেল আছে। এছাড়াও আছে ভিটামিন। যা চুল পড়া কম করতে সাহায্য করে। কলার হেয়ার প্যাক আপনার চুলের নানা সমস্যা মেটাতে সাহায্য করবে।
কীভাবে বানাবেন- আপনার প্রয়োজন ২ টি কলা। খোসা ছাড়িয়ে নিতে হবে। ১ টেবিল চামচ অলিভ অয়েল নিন। এক টেবিল চামচ নারকেল তেল নিন। ১ টেবিলচামচ মধু নিতে হবে। এই প্রতিটি উপাদান একটি পাত্রের মধ্যে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। একটি ঘন পেস্ট তৈরি হবে। সেই পেস্ট আপনার চুলে লাগিয়ে নিন। ৫-৭ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগিয়ে নিতে ভুলবেন না।
ডিমের হেয়ার মাস্ক- ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি আছে। এই সব উপকারী উপাদান আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। চুলে প্রোটিনের জোগান দিতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে, ডিমের সাদা অংশটি আপনার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাই ডিম দিয়ে খুব সহজেই আপনি বাড়িতে হেয়ার মাস্ক বানিয়ে নিতে পারেন।
কীভাবে বানাবেন- এর জন্য আপনার প্রয়োজন ১টি ডিম। ১ কাপ দুধ। ২ টেবিল চামচ অলিভ অয়েল। প্রথমে ডিম ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার ভালো করে প্রতিটি উপাদান ডিমের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই মিশ্রণ আপনার চুলে এবং স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনার চুল শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর ঠান্ডা জলে চুল ধুয়ে ফেলুন।