ভেবেছিলেন উইকেন্ড আর নতুন বছর যখন একসঙ্গে তখন সালোঁতে গিয়ে চুলের পরিচর্যা সেড়ে আসবেন। কিন্তু সে গুড়ে বালি ঢেলেছে ওমিক্রনের আতঙ্ক। আর এখন সালোঁ বা পার্লার, সবই বন্ধ। যে হারে বেড়েছে সংক্রমণ তাতে বাড়িতে বিউটিশিয়ান ডেকেও পরিচর্যার সাহস হচ্ছে না । তা হলে এখন উপায়? ঘরে বসেই চুলের পরিচর্যা দারুণ একটা উপায় আছে। চুলের জেল্লা বাড়ানো থেকে বাড়িতেই বানিয়ে ফেলুন পেঁয়াজের তৈরি এই হেয়ার প্যাক। উপায় টা একটু ঝাঁঝালো ঠিকই তবে কাজেও কিন্তু দুর্দান্ত।
পেঁয়াজ শুধু রান্নায় স্বাদ বাড়ায় তাই নয় বরং এতে এমন কিছু উপকারী উপাদান আছে যা চুলের স্বাস্থ্য বাড়িয়ে তুলতে দারুন কার্যকরী। চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়ার মত সমস্য কমায় এবং মাথার ত্বকের যত্ন নেয় পাশাপাশি চুলের জেল্লা বাড়িয়ে তোলে কয়েকগুন।
পেঁয়াজের রস সরাসরি মাথায় লাগাতে পারেন। এটা মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং কোলাজেন তৈরির পরিমাণ বাড়িয়ে তোলে। চুলের দৈর্ঘ্য অনুযায় ২ থেকে ৩টি পেঁয়াজ নিয়ে রস বানিয়ে নিন। এবার এই রস মাথার ত্বকে লাগিয়ে নিন। এবার ৩০ মিনিট এই রস মাথায় রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। দেখবেন চুলের জেল্লা অনেকটাই বেড়ে গেছে।
ডিমে প্রচুর পরিমানে প্রোটিন রয়েছে এতে চুল ঘন ও সুন্দর দেখায়।এই মাস্কের জন্য একটি ডিমও পেঁয়াজের রস মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণ চুলে ভাল করে লাগিয়ে নিন এবং ৩০ মিনিটের জন্য মাথায় লাগিয়ে রাখুন। তিরিশ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। চুলে নিমেষে চমক আনবে পেঁয়াজ ও ডিমের এই হেয়ার মাস্ক।
চুল ভাল রাখতে নারকেল তেলের উপকারিতা নতুন করে বলার কিছু নেই। আর এতে পেঁয়াজের রস দিলে চুল আরও সিলকি দেখায়। এই দুটো উপকরণই চুলে প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং নারকেল তেল মাথার ত্বকের ভীতরে প্রবেশ করে মাথার ত্বকের আর্দ্রতা বাড়ায় এবং চুলের গোড়া বা হেয়ার ফলিকেল্স সারিয়ে তোলে। এর জন্য একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেল তেল ও ২ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এবার এটা মাথায় ৩০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে নিন।
এই তিনটির মধ্যেই আপনার চুলের পরিচর্যায় যে কোনও একটি প্যাক ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।