কলকাতা: সব দেব-দেবীর পুজো শুরু হয় গণেশের (Lord Ganesha) মন্ত্রোচ্চারণ করেই। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। শিব ও পার্বতী পুত্র গণেশকে, হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয়।
এবার ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালন হবে। অনন্ত চতুর্দশী পর্যন্ত পালিত হবে এই উৎসব। গণেশ চতুর্থীর দিন বাড়ি ও মণ্ডপে ঋদ্ধি সিদ্ধির দাতা গণপতির পুজো করা হয়।
আরও পড়ুন: গণেশের প্রিয় করঞ্জি বাড়িতেই বানান
মনে করা হয়, এই দশ দিন কৈলাস থেকে পৃথিবীতে ভক্তদের হাজির থাকেন বিঘ্নহর্তী গণেশ। তিনি ভক্তদের সমস্ত সমস্যা দূর করেন। গণেশ চতুর্থীতে গণপতি স্থাপনের শুভ সময় ও গুরুত্বও জেনে নেওয়া যাক। শাস্ত্র অনুযায়ী এই দুই যোগের আবির্ভাব অতি দুর্লভ। ৩০০ বছর পরে আবার গণেশ চতুর্থীর দিনে এই দুই যোগের আবির্ভাব হয়েছে।
গণেশ চতুর্থী ২০২৩ এর শুভ মুহূর্ত:
ভাদ্রপদ শুক্লা চতুর্থী শুরু হচ্ছে – ১৮ সেপ্টেম্বর দুপুর ১২.৩৯
ভাদ্রপদ শুক্লা চতুর্থীর সময় শেষ হচ্ছে – ১৯ সেপ্টেম্বর দুপুর ১.৪৩