রান্নাঘরে ডিম না থাকলে চোখে অন্ধকার দেখেন এই মাছে-ভাতে থাকা অধিকাংশ বাঙালি। বাঙালির হেঁশেলে মুরগির মাংস ও ডিমের প্রবেশ অনেক দেরিতে ঠিকই, কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিংবা স্ন্যাক্স বা ডেজার্টে ডিমের মহিমা অপার। তবে এখানেই শেষ নয়, চুলের যত্ন নিতে এবং ত্বকের পরিচর্যায় ডিম সমান কার্যকরী। বিশেষ করে ডিমের সাদা অংশ, এতে রয়েছে প্রচুর প্রোটিন, এবং এটি ফ্যাট ফ্রি ও কোলেস্টেরলও কম। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি-১২ ও ভিটামিন ডি। তা হলে রূপচর্চায় ডিমকে কীভাবে কাজে লাগাবেন জেনে নিন-
ত্বকের পরিচর্যায় ডিমের ব্যবহার করুন এই ভাবে
ফেস মাস্ক বানাতে লাগবে
ফেস মাস্ক বানিয়ে নিন এ ভাবে
এই মাস্কের উপকারিতা: অ্যান্টি এজিং এজেন্ট হিসেবে খুব ভাল কাজ করে ডিমের সাদা অংশ। চামড়া টানটান করে এবং কুঁচকে যাওয়া, বলি রেখার মত সমস্যার মত অকালে ত্বকের বুড়িয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই মেলে। এ ছাড়াও ত্বকের রোমকূপের মুখ বন্ধ করে এবং অতিরিক্ত তেলের নিঃসরণ আটকায়। এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। অন্য দিকে, লেবু রোদে পোড়া ত্বকের দাগ ছোপ দূর করতে সাহায্য করে। আর মধু ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতা জোগায়।
চুলের পরিচর্যায় ডিমের ব্যবহার করুন এই ভাবে
হেয়ার মাস্ক বানাতে লাগবে
হেয়ার মাস্ক বানিয়ে নিন এভাবে
এই হেয়ার মাস্কের উপকারিতা: ডিমের প্রোটিন চুল ও ত্বকের পক্ষে ভীষণ উপকারী। এটা চুল বড় হওয়ার ক্ষেত্রে ভীষণ কার্যকরী। পাশাপাশি চুল মজবুত করে এবং চুল পড়া রোধ করে। পাশাপাশি চুলের জেল্লা বাড়িয়ে তোলে। অন্যদিকে কলাতে যে প্রাকৃতিক উপাদানগুলো রয়েছে সেগুলো চুল প্রয়োজনীয় পুষ্টি জোগায়।
তাই দেরি না করে চটপট বাড়িতে বানিয়ে ফেলুই এই ফেস ও হেয়ার মাস্ক। উপকরণের ঝামেলা নেই সবকটি গৃহস্থের নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না।
রূপচর্চা ও সাজসজ্জার নানা আপডেট পেতে ফলো করুন@kolkatatv.org