ভ্যালেনটাইনস ডে-তে শুধু যে ভালবাসার মানুষকে খুশি করা তা তো নয় গোলাপ সেই কোন কাল থেকেই বিভিন্ন কারণে আমাদের সকলের প্রিয়। রূপচর্চায় তো বটেই রান্নাতেও গোলাপ জলের ব্যবহার সেই প্রাচীনযুগ ধরেই চলে আসছে। তবে কেন গোলাপের এত উপকারিতা কি আপনার জানা আছে? জেনে নিন কেন এবং আর কোন কোন ভাবে আমাদের নিত্য জীবনযাপনে কাজে আসতে পারে গোলাপ।
দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখে
ত্বক তৈলাক্ত হলে মেকআপ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে গোলাপ জলের ব্যবহারে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করতে পারেন খুব সহজেই। মেকআপের আগে এবং মেকআপের পরে এই রোজ ওয়াটার ব্যবহার করুন। দেখবেন মেকআপ কেমন ফ্রেশ দেখায়।
ত্বকের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দেয়
গোলাপের পাতার অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যকারিতা রয়েছে। তাই ত্বক বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা ও দাগছোপ থেকে মুক্ত রাখতে গোলাপের পাতার নির্যাস বা গোলাপ জলের জবাব নেই। তাই ত্বকে চুলকানি বা জ্বালা হলে সেখানে সামান্য একটু গোলাপ জল লাগিয়ে দেখতে পারেন। আরাম পাবেন। এমনকি ত্বকে রেজার বা ব্লেড ব্যবহার করার পর সেই জায়গায় গোলাপ জল লাগিয়ে নিতে পারেন।
দুর্গন্ধ মুক্ত করে
অনেকসময় ভেজা চুলে বেঁধেই বাড়ির বাইরে বেরোতে হলে ভেজা চুল ঘেমে বাজে গন্ধ বেরোয়। সেই সময় চুলে গোলাপ জল ব্যবহার করতে পারেন। ঘামের গন্ধও চলে যাবে আবার গোলাপের অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্যকারিতা থাকায় মাথার ত্বকে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হবে না। শুধু চুলের ক্ষেত্রেই নয় রোল অনের বদলে গোলাপ জল স্প্রে করে নিতে পারেন। বিশেষ করে যাঁদের ডিওডোরেন্ট বা পারফিউমের গন্ধে অ্যালার্জি রয়েছে।
মেকআপ রিমুভার হিসেবে দারুন
বাজার থেকে কেনা, কড়া রাসায়নিকের তৈরি মেকআপ রিমুভারের বদলে গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করুন। ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে আবার মেকআপও ভাল ভাবে পরিষ্কার হয়ে যাবে।
স্নানের সময় ব্যবহার করতে পারেন
গোলাপের নির্যাসে দিয়ে তৈরি বাথ সল্টের কথা নিশ্চই শুনেছেন। তবে তা ব্যবহার করতে গিয়ে যদি পকেটে টান পড়ে তা হলে গোলপ জল ব্যবহার করুন। ক্লান্ত শরীরের অফিসে থেকে বাড়ি ফিরে স্নানের জলে কয়েক ফোটা গোলাপ জল মিশিয়ে স্নান করে নিন। দেখবেন খুব ফ্রেশ লাগবে।
মাথার শুষ্ক ত্বক সারিয়ে তোলে
আপনার শ্যাম্পু যদি সঠিক কাজ করতে না পারে সেক্ষেত্রে শ্যাম্পু করার সময় কয়েক ফোঁটা গোলাপ জল শ্যাম্পুতে মিশিয়ে স্নান করে নিন। এটা খুশকি কমিয়ে দেবে এবং চুলে প্রয়োজনীয় আর্দ্রতা জোগাবে।
বিভিন্ন ফেস মাস্কের জন্য
অতিরিক্ত তৈলাক্ত ত্বকের পরিচর্যা, ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখা, মুখ পরিষ্কার করতে, ত্বকের জেল্লা বাড়াতে ঘরোয়া উপায়ে তৈরি সব কটি ফেস মাস্কের অন্যতম একটি উপকরণ এই গোলাপ জল। ত্বকের চাহিদা অনুযায়ী অন্যান্য উপকরণে তৈরি মাস্কের প্রধান উপকরণ হিসেবে খুব কাজের এই গোলাপ জল।
এছাড়াও রান্নাবান্না কিংবা সুগন্ধির বিভিন্ন সামগ্রীতেও গোলাপের নির্যাস দারুন ভাল কাজ করে।
ছবি সৌজন্য: Pixabay