বিউটি ওয়ার্ল্ডে শীতকালের জন্য প্রয়োজনীয় প্রসাধনীর সম্ভারে রোজই নিত্য নতুন কোনও ময়শ্চারাইজিং ক্রিম, বডি লোশন কিংবা বডি অয়েল যোগ হচ্ছে। তবে রকমারি এত প্রসাধনী থাকলেও পেট্রোলিয়াম জেলির কদর কমেনি এতটুকুও। শুধু যে ফাটা ঠোঁট, গোড়ালি কিংবা শুষ্ক ত্বকের পরিচার্যাই নয় এছাড়াও পেট্রোলিয়াম জেলির উপকারিতা রয়েছে অনেক। যেমন-
দু’মুখো চুল
শীতকাল মানেই রুক্ষ শুষ্ক চুল। একদিকে পার্লারে যাওয়ার সময় নেই। অন্যদিকে ঘনঘন শ্যাম্পু করার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। এই অবস্থায় দু’মুখো চুলের হারানো শ্রী ফেরাতে দারুন কাজের পেট্রোলিয়াম জেলি। হাত অল্প একটু জেলি নিয়ে চুলে মাসাজ করে নিন। ব্যস চুলের হারোনে আর্দ্রতা ফিরে আসবে। চুল দেখতেও ভাল লাগবে.
পারফিউমের সুগন্ধ ধরে রাখে
সকালে অনেকটা পারফিউম লাগানোর চোটে অনেক সময় নিজের নাকেই সেই গন্ধ উগ্র লাগে। কিন্ত সারাদিনের শেষে যখন বাড়ি ফেরেন তখন আর কোথায় সেই পারফিউমের গন্ধ। তবে পারফিউমের গন্ধকে যদি দীর্ঘস্থায়ী করতে চান তা হলে শরীরের যে সব জায়গায় পারফিউম লাগাবেন তার আগে সেই সব জায়গায় পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তারপর পারফিউম লাগান। দেখবেন এবার সকাল থেকে বিকেল পারফিউমের গন্ধ থাকবে সারাদিন।
আরও পড়ুন: এই শীতে ব্যর্থ পছন্দের ময়শ্চারাইজার জানেন কী সমস্যা কোথায়
ভুরুতে লাগাতে পারেন
যদি ভুরুর চুল ঘনঘন ঝরতে শুরু করে এবং ত্বক প্রচন্ড শুষ্ক হয়ে যায় তা হলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের ভুরুতে পেট্রোলিয়াম জেল লাগিয়ে নিন। এতে আপনার চোখের ভুরু উজ্জ্বল দেখাবে। শুষ্ক ত্বক ভাল হবে। ও ভুরুর চুল পড়া কমবে।
লিপস্টিকের দাগ পরিষ্কার করে
অনেক সময় মেকআপ করতে গিয়ে কিংবা তাড়াহুড়োতে জামায় লিপস্টিকের দাগ লেগে যায়। আর এই দাগ ছাড়াতে প্রায় নাকানি চোবানি খেতে হয়। এই ক্ষেত্রে পেট্রোলিয়াম জেলির সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাগের জায়গায় লাগিয়ে দিন। কিছুক্ষণ এই মিশ্রণ জামায় লাগিয়ে রেখে পরে ডিটারজেন্ট দিয়ে ঘসে ধুয়ে নিন।