ফেব্রুয়ারি (February) মাস মানেই প্রেমের মাস। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পালন হয় প্রেমের সপ্তাহ (Valentines Week)। বছরের এই বিশেষ সময়ে প্রেমের জোয়ারে গা ভাসান অনেকেই। গোটা বিশ্বে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি (14th February) ভ্যালেনটাইনস ডে (Valentines Day) পালিত হয়। কিন্তু অনেক প্রেমিক-প্রেমিকাই ভ্যালেনটাইনস ডে (Valentines Day) উপলক্ষে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখেন। তবে অনেকেই আছেন যারা এটা ভেবেই উঠতে পারেন না যে মনের মানুষের সঙ্গে ভালবসার দিনটি কীভাবে উদযাপন করবেন। কীভাবে নিজের প্রিয় মানুষটির মুখে হাসি ফুটিয়ে তুলবেন? আর চিন্তা নেই, এই ভ্যালেনটাইনস ডে (Valentines Day) তে কীভাবে প্রিয় মানুষের জন্য স্পেস্যাল করে তুলবেন, তার জন্য রইল কিছু প্ল্যানিং।
১) ঘুরতে যেতে পারেন- ভ্যালেনটাইনস ডে (Valentines Day) তে নিজের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যেতে পারেন। সেক্ষেত্রে এমন কোনও জায়গায় যেতে পারেন যেখানে আপনার পছন্দের মানুষটি অনেকদিন ধরেই যেতে চাইছেন। তাই নিজের বাজেট অনুযায়ী এই প্ল্যানটি করে নেওয়া যেতেই পারে।
আরও পড়ুন:Valentines Day Special Recipe : ভ্যালেন্টাইন ডে স্পেসাল রেড ভেলভেট কেকের রেসিপি
২) ক্যান্ডেল লাইট ডিনার- প্রেমের এই দিনটিকে বিশেষ করে তুলতে নিজের প্রিয় মানুষটিকে নিয়ে ক্যান্ডেল নাইট ডিনারে (Candle Light Dinner) যেতে পারেন। এমনকি মেনুতে তাঁর পছন্দের খাবারগুলিও রাখতে পারেন। মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে কেকও কাটতে পারেন।
৩) সারপ্রাইজ গিফট- পছন্দের মানুষের মন জিতে নিতে এই দিনটিতে তাঁকে তাঁর পছন্দের বা প্রয়োজনীয় জিনিস সারপ্রাইজ গিফট (Surprise Gift) হিসাবে দিতে পারেন। সেই গিফট বা উপহারটি সবসময় তাঁকে আপনার কথা মনে করাবে।
৪) শপিং- মহিলা থেকে পুরুষ প্রায় সকলেই শপিং (Shopping)করতে পছন্দ করেন। তাই এই দিনে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে শপিং করতে যেতে পারেন এবং তাঁকে তাঁর পছন্দের কোনও পোশাক, পারফিউম বা অন্যকিছু কিনে দিতে পারেন।
৫) লং ড্রাইভে যেতে পারেন- প্রিয় মানুষের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আপনি লং ড্রাইভের (Long Drive) প্ল্যান করতে পারেন। আর এই সময় একান্তে সেই মানুষটির সঙ্গে কথা বলুন, দেখবেন মন ভালো হয়ে যাবে।
৬) প্রিয় মানুষটির জন্য খাবার বানাতে পারেন – এই দিনটিকে স্পেশ্যাল করে তুলতে প্রিয় মানুষটির জন্য স্পেশাল কিছু খাবার (special Food) তৈরি করতে পারেন। তাহলে একদম জমে যাবে। এতে খুশিও হবে আপনার সেই প্রিয় মানুষটি।