কলকাতা: গাজরে (Carot) আছে ভিটামিন কে১ ও বি৬। এসব ভিটামিনের কাজ কোলাজেন বাড়িয়ে ত্বককে উজ্জ্বল করে তোলা। ভিটামিন সি রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের কালো দাগ কমায়। এছাড়াও গাজরের পটাশিয়াম ত্বকে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে এবং লুটেইন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ত্বকের নমনীয়তা বাড়ায়।
রূপচর্চায় গাজরের সুনাম করে শেষ করা দায়। ত্বকের হিমোগ্লোবিন বৃদ্ধিতে সাহায্য করে আয়রন আর সৌন্দর্যচর্চায় বায়োটিনের উপকারিতার কথা তো চিকিৎসাবিজ্ঞানেও আছে। নানা উপকারী উপাদানে সমৃদ্ধ গাজর দিয়ে ফেসপ্যাক তৈরি করে সপ্তাহে অন্তত এক দিন ব্যবহার করলে এর কমলা রঙের মতোই উজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।
আরও পড়ুন: Himachal Pradesh Cafes | ঠাণ্ডা হাওয়া, বইছে খরস্রোতা নদী, সঙ্গে কফি, যাবেন নাকি?
মধু ও গাজর ফেসপ্যাক
এক চামচ গাজরের পেস্টের সঙ্গে এক চামচ মধু নিয়ে ভাল করে একটি পাত্রে মেসান।তারপর মিশ্রণটি মুখে, হাতে এবং পায়ে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
মুলতানি মাটি ও গাজরের ফেসপ্যাক
দুই চামচ বেসনের সঙ্গে গাজরের পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং হাত-পায়ে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
গাজর ও শসার ফেসপ্যাক
অর্ধেক শসার পেস্ট ও অর্ধেক গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এতে এক চামচ মধু মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখুন। ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।