অফিসে হোক বা বাড়িতে ব্যবহারের পর টি ব্যাগ(Tea bag) ফেলে দেন কম বেশি সকলেই। অফিসে এমনটা করলেও এবার বাড়িতে আর এই কাজটা করবেন না আপনি। কারণ, ব্যবহার করার পরেও দৈনন্দিন জীবনের নানা কাজে লাগে এই সব টি ব্যগ। কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে তা জেনে অবাক হবেন অনেকেই। আবার যাঁরা টি ব্যাগ কীভাবে ‘রিইউজ’(reuse) করতে হয় ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তাঁরা মিলিয়ে দেখতে পারেন এই প্রতিবেদনে তাঁদের অজানা আর কোন কাজে ব্যবহার করা যায় টি ব্যাগ-
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে
রান্না করা পদ কিংবা কাঁচা সবজি, মাছ, মাংস, ফ্রিজে রাখা এই সব খাবারের গন্ধ মিলেমিশে মাঝে মধ্যেই ফ্রিজের ভেতর থেকে একটা বাজে গন্ধ বেরোয়। এই সব গন্ধের থেকে রেহাই পেতে ব্যবহার করা টি ব্যাগ ফ্রিজের কোনও এক কোনে রেখে দিন। দেখবেন কয়েক ঘন্টার মধ্যেই এই দুর্গন্ধ দূর হয়ে যাবে।
বাসনের গায়ে দাগ পরিষ্কার করা
রাতের এঁটো বাসন সকালে পরিষ্কার করতে গেলে খাবারের দাগ তুলতে বাড়তি পরিশ্রম করতে হয়। আর কাজের লোকের হাতে গেলে খাবারের দাগ সমেতই কোনও রকমে ধুয়ে রেখে দেয়। আপনার বাড়িতেও যদি একই সমস্যা থাকে। তাহলে দারুণ কাজের বাসন পরিষ্কার রাখার এই উপায়। এর জন্য রাতে গরম জলে এঁটো বাসন ভিজিয়ে রাখুন। এবার এই জলে আগে থেকে ব্যবহার করে রাখা টি ব্যাগগুলো চুবিয়ে দিন। সকালে উঠে দেখবেন বাসনের গায়ে লেগে থাকা দাগ সবে উঠে গেছে। এর ফলে বাসন ধোওয়ার কাজও সহজ হবে।
এয়ার ফ্রেশনার
এয়ার ফ্রেশনার হিসেবেও বেশ কাজের এই ব্যবহার করা টি ব্যাগসগুলো। এর জন্য প্রথমে টি ব্যগ রোদে শুকিয়ে নিন এবার এতে সুগন্ধি কোনও তেলের কয়েকটা ফোঁটা ফেলুন। এবার ঘরের যে কোনও কোনায় এই টি ব্যগ রাখুন। ঘরে সারাদিন এই সুগন্ধ থাকবে।
জুতোর দুর্গন্ধ দূর করে
শীতকালে পা ঢাকা জুতো পরেন অধিকাংশ। আবার বেলা বাড়লে কড়া রোদে গরম লেগে পা ঘেমে যায় অনেকেরই। আর এই ঘামের কারণে জুতো দিয়ে দুর্গন্ধ বেরোতে শুরু করে। এই সমস্যা যদি আপানর বা পরিবারের কারও থাকে তাহলে কাজে লাগাতে পারন এই টোটকা। জুতোর ভেতরে রোদে শুকানো টি ব্যাগ রেখে দিন। দেখবেন আসতে আসতে দুর্গন্ধ বেরোনো বন্ধ হয়ে গেছে।
জানালার কাঁচ পরিষ্কার করতে
টি ব্যগ ব্যবহারের পর জলে দিয়ে ভাল করে ফুঁটিয়ে নিন। এবার ঠান্ডা হয়ে গেলে এই জল দিয়ে জানালার কাঁচ পরিষ্কার করে নিন। দেখবেন একেবারে নতুনের মতো লাগবে।
গাছ ভাল রাখে
ব্যবহার করা টি ব্যগগুলো গাছের গোড়ায় দিতে পারেন। এর ফলে গাছে ফাঙ্গাল ইনফেকশন হবে না। এছাড়া টি ব্যাগ কেটে চায়ের পাতা গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিন। খাদ হিসেবে এটা খুব ভাল কাজ করে।