ত্বক ভাল রাখতে শুধু ত্বক পরিষ্কার রাখাই যথেষ্ট নয় বরং নিয়মিত ত্বকে পুষ্টির জোগান দিতে হবে। না হলে পুষ্টির অভাবে অকালেই ত্বকের বয়স বাড়ার মত হাজার একটা সমস্যা দেখা দিতে পারে। আর নববর্ষে নিজেকে নতুন ভাবে সাজিয়ে তুলতে শুধু মুখের ত্বকের যত্ন নেওয়াই যথেষ্ট নয়। প্রচণ্ড গরমে হাত ও পায়ের ত্বকও ভাল রাখতে হবে। বাড়িতে বসেই রূপচর্চার এই সব কাজ কীভাবে সারবেন জেনে নিন, বিউটি গুরু সাহনাজ হুসেনের দেওয়া এই টিপসগুলি দারুণ কাজের-
এই শীতে খুব তাড়াতাড়ি রুক্ষ ও শুষ্ক হয়ে যায় ত্বক। তাই ত্বকে আর্দ্রতার জোগান দিতে ব্যবহার করুন এই ডেইলি নারিশিং মিক্স।
উপকরণ
কীভাবে বানাবেন
একটি পাত্রে মধু ও কমলালেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সব ধরনের ত্বকেই মধু উপকারী।
তবে ত্বক যদি তৈলাক্ত কিংবা ব্রণ প্রবণ হয় তাহলে এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন।
উপকরণ
কীভাবে বানাবেন
একটি পাত্রে এক চা চামচ মধু, এক চা চামচ দই ও অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট মুখে লাগিয়ে মুখ ভাল করে জল দিয়ে ধুয়ে ফেলুন।
চোখের যত্ন
বাড়ির বাইরে বেরোলে নানা রকমের জীবাণু সংক্রমণ ও ধুলো বালির অত্যাচার সহ্য করতে হয় চোখকে। অন্যদিকে আবার বাড়িতে থাকলেও এক টানা দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে ক্লান্ত হয়ে যায় চোখ। তাই চোখ ভাল রাখতে আমন্ড বাদামের এই ঘরোয়া টোটকা দারুণ কাজের।
কীভাবে ব্যবহার করবেন?
খাঁটি আমন্ড অয়েল একটি পাত্রে বা হাতে নিয় অল্প করে চোখের চারপাশে আলতো হাতে মালিশ করুন। অনামিকা দিয়ে আলতো হাতে চোখের চারপাশ মিনিট খানেক মালিশ করুন। মালিশে শেষে তেল ১৫ মিনিট রেখে ভেজা তুলো দিয়ে মুছে নিন।
রোজ হাতে পায়ের যত্ন নেবেন কীভাবে, দেখে নিন-
ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই মিশ্রণটি।
উপকরণ
এই মিশ্রণটি হাতে পায়ে ভাল করে লাগিয়ে নিন। আধ ঘন্টা হাতে পায়ে রেখে প্লেন জল দিয়ে ধুয়ে নিন।