কলকাতা: বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হতে চলেছে ৫ মে শুক্রবার। এবার বৈশাখ পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ হচ্ছে, যা একটি বিরল কাকতালীয় ঘটনা। এর ঠিক ১৫ দিন আগে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। আর মাত্র ১৫ দিনের তফাতে পরপর দুটি গ্রহণ মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তাই চন্দ্রগ্রহণের সময় কিছু ভুল করতে নেই। জেনে নিন চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন, কী কী করবেন না।
চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন না-
১) এই সময় রাগ করবেন না একেবারেই। রাগ করলে আপনার জন্য পরবর্তী ১৫ দিনের জন্য বিপজ্জনক হতে পারে।
২) চন্দ্রগ্রহণের সময় না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সম্পর্কে একটি ধর্মীয় বিশ্বাসও রয়েছে যে এটি একটি অশুভ ঘটনা এবং এবং অশুভ কাজের সময় এটি খাওয়া ঠিক নয়। অন্যদিকে বৈজ্ঞানিক কারণ হল, গ্রহণকালে ক্ষতিকর রশ্মি নির্গত হওয়ার কারণে বায়ুমণ্ডল দূষিত হয় এবং বিষাক্ত হয়ে পড়ে। তাই গ্রহণের সময় খাবেন না। এই সময়ে খেলে অশুভ প্রভাবের সম্মুখীন হতে পারেন।
৩) গ্রহণের সময় পুজো করা নিষিদ্ধ। চন্দ্রগ্রহণের সময় পুজো সংক্রান্ত শাস্ত্রে উল্লেখ আছে যে মূর্তি স্পর্শ করা নিষেধ, তবে আপনি জপ বা পাঠ করতে পারেন। ভজন কীর্তন করতে পারেন। গ্রহণ শেষ মন্দিরে দেবতাদের স্থানটি সঠিকভাবে পরিষ্কার করুন এবং গঙ্গার জল দিয়ে পবিত্র করার পরেই পুনরায় পুজো শুরু করুন।
৪) চন্দ্রগ্রহণের সময় প্রয়োজন না হলে ভুল করেও ঘর থেকে বের হবেন না। তারপরও প্রয়োজন হলে মাথা ঢেকে বের হবেন এবং ভুল করেও চাঁদের দিকে তাকাবেন না। আপনি যদি বাইরে যান, আপনার কাজ দ্রুত শেষ করুন এবং তাড়াতাড়ি ফিরুন। গ্রহণের সময়, নির্জন স্থানে বা শ্মশান এবং কোনও মোড়ের কাছে যাবেন না। এই ধরনের স্থানে, গ্রহণের সময় নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের সংস্পর্শে এসে আপনার ক্ষতি হতে পারে।
৫) এই সময় কোনও ব্যক্তির কোনও নতুন কাজ শুরু করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বেশি থাকে।
৬) গ্রহণকালে স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক করা উচিত নয়। এতে করে আপনার বাড়ির সুখ-শান্তি নষ্ট হতে পারে। ধারণা করা হয়, গ্রহণের সময় স্বামী-স্ত্রীর সম্পর্কের কারণে জন্ম নেওয়া সন্তান পঙ্গু হয়ে যেতে পারে বা কোনো ধরনের মানসিক ব্যাধি দেখা দিতে পারে।
চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন-
১) চন্দ্রগ্রহণের সময় শুধুমাত্র ঈশ্বরের মন্ত্রগুলি জপ করা উচিত, যা দশগুণ ফলদায়ক বলে মনে করা হয়।
২) গ্রহণের পর বিশুদ্ধ জলে স্নান করে গরিবকে দান করতে হবে।
৩) এরপর পুরো ঘর শুদ্ধ করতে হবে। এতে করে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি চলে যায়।
৪) গ্রহণকালে গরুকে ঘাস, পাখিকে খাবার, দুঃস্থকে বস্ত্র দান করলে বহুগুণ পুণ্য হয়।
৫ মে চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই অশুভ সময় ভারতে প্রযোজ্য হবে না। ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার মতো জায়গায় দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, এই চন্দ্রগ্রহণ ঘটবে রাত ৮টা ৪৪ মিনিট থেকে মধ্যরাত ১টা ২ মিনিট পর্যন্ত। চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ এক রেখায় থাকে। পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তখন চাঁদকে দেখা যায় না।