উৎসবের আনন্দে আত্মহারা হয়ে আপনার প্রিয় পোষ্যের আতঙ্কের কথা ভুলে যাবেন না। বাকিদের কাছে কেবলমাত্র পোষ্য হলেও আপনার কাছে বলা বাহুল্য সে পরিবারের সদস্যের মত। তাই যে কোনও আনন্দের মুহূর্ত তার সঙ্গে ভাগ করে নিতে আপনি অভ্যস্ত। কিন্তু এই একটা দিন আপনার আনন্দের মুহূর্ত তার কাছে যেন আতঙ্কের প্রহর গোনা। চারিদিকে পটকা ফাটানোর আওয়াজ ও ধোওয়ায় তার প্রাণ যায় যায় অবস্থা। তাই কি করবেন? বাজি পোড়ানোর আওয়াজে কেঁপে ওঠা কিংবা অস্থির হয়ে উঠে পোষ্যরা। তাই অভিভাবক হিসেবে আজকের দিনে পোষ্যের সুযোগ সুবিধের খেয়াল রাখার দায়িত্ব আপনারই। কীভাবে রাখবেন জেনে নিন-
পোষ্যকে হাঁটাতে নিয়ে বেরোন
বাজি ফাটানোর আগেই তাদের বাইরে থেকে ঘুরিয়ে আনুন। তা হলে একটানা ঘরে আটকে থাকার কষ্ট তাদের পেতে হবে না। পুজোর ২-৩ দিন সকালের দিকে নিয়ে হাঁটতে বেরোন। হাঁটা হাঁটির ফলে শরীরে ক্লান্তি এলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।
আপনি নিজে শান্ত এবং চাপমুক্ত থাকুন
পোষ্য আপনার মনের ভাব সহজেই বুঝতে পারে। তাই অনুষ্ঠানের আয়োজনের উত্তজনা কিংবা বাড়িতে অতিথিদের আদর আপ্যায়নের ব্যস্ততার প্রভাব যেন পোষ্যের ওপর না পড়ে। তা হলে সেই অস্থিরতা তাদের মধ্যেও সৃষ্টি হবে এবং অকারণে তারা চঞ্চল হয়ে উঠলে তাদের সামলাতে আপনাকে বেগ পেতে হবে। তাই হাজার ব্যস্ততার মধ্য মিনিটে দশেক তাদের সঙ্গে খেলা করুন। কিংবা বাড়িতে কচি কাচারা থাকলে তাদের ওর সঙ্গে খেলতে বলুন।
কালিপুজোর রাতে শব্দবাজির আওয়াজে তাদের অভ্যস্ত করে তুলুন
পটকা ফাটার বা বাজি পোড়ানোর আওয়াজ বাড়িতে বাজিয়ে তাদের অস্বস্তি কিছুটা কাটানোর চেষ্টা করতে পারেন। প্রথমে লো ভলিউমে তার পর আস্তে আস্তে আওয়াজ বাড়িয়ে দেখতে পারেন। এতে আপনার পোষ্যের ভয় অনেকটা কাটবে।
পশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন
পশু চিকিত্সকের সঙ্গে কথা বলে এই সময়ের জন্য বিশেষ কিছু টিপসে নিয়ে রাখুন। পরিস্থিতি খারাপ হলে বা আতঙ্কে আপনার পোষ্যের শরীর খারাপ যাতে না হয় তার জন্য অ্যান্টিমেটিক মানে বমিভাবের ওষুধের নাম জেনে রাখুন। ইয়ারমাফস হাতের কাছে রাখুন। এবং মন ভাল করা গানের প্লেলিস্ট রেডি রাখুন।
বাড়ির পরিবেশ পোষ্যের জন্য আরামদায়ক করে তুলুন
বাড়ির কোনও একটি কোন বাছুন যেখানে শব্দের অত্যাচার তুলনামূলক কম। এখানে নরম কম্বল ও সোফ্ট টয়েজ দিয়ে জায়গাটা গুছিয়ে রাখুন।
বিকেল হলেই জানলা দরজা বন্ধ করে দিন। এবং সন্ধে হলেই বাড়ির পর্দাগুলো টেনে দিন। এর ফলে বাজির আওয়াজ সহজে পোষ্যের কানে পৌঁছবে না। এবং থেকে থেকে বাজি পোড়ানোর আলোর ঝলকানিতে সে থেকে থেকে শিউরে উঠবে না।
চাইলে এয়ার পিউরিফায়ারের ব্যবস্থাও করতে পারেন।
ছবি সৌজন্য: Unsplash