কলকাতা: সুন্দর, উজ্জ্বল, দাগহীন ত্বক পেতে কার না মন চায় বলুন তো? আর সেই চাওয়ায় কোনও ভুলও নেই। তবে সুন্দর ত্বক পাওয়ার জন্য বিশেষ যত্নও করতে হয়। না হলে ত্বকের সমস্যা দিনের পর দিন বাড়তে পারে। আর ত্বকের (Skin) যত্নের জন্য স্ক্রাবের ভূমিকা অপরিসীম। তাই অনেকেই সপ্তাহে ২-৩ দিন স্ক্রাব ব্যবহার করে থাকেন। বেশীরভাগই বাজার চলতি প্রসাধনীর উপর ভরসা রাখেন। কিন্তু জানেন কী বাড়িতেই খুব সহজেই বানানো যায় স্ক্রাব। ত্বকের জন্য খুব কার্যকরী হল স্ট্রবেরি ও ব্রাউন সুগার স্ক্রাব। চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই স্ক্রাব।
ব্রাউন সুগারের উপকারিতা- ব্রাউন সুগারকে প্রাকৃতিক এক্সফ্লয়েটর হিসেবে কাজে লাগানো হয়। ত্বকের ভিতরের ময়লা ও মৃত কোষ অপসারণ করতে সাহায্য করে এই ব্রাউন সুগার। এছাড়াও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এই উপাদান ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা ত্বকের পোড়াভাব কমাতে সাহায্য করে। শুধু তাই-ই নয়, এর পাশাপাশি ত্বকের হারানো জেল্লা ফেরাতেও সাহায্য করে।
স্ট্রবেরির উপকারিতা- স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি। যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ব্রণ থেকে দাগছোপ দূর, সবেতেই সাহায্য করে এই ফল। এছাড়াও বয়সের কাঁটা ঘোরাতেও এর জুড়ি নেই। এর পাশাপাশি ত্বককে মসৃণ ও উজ্জ্বল করতেও সাহায্য করে।
স্ট্রবেরি ও ব্রাউন সুগার স্ক্রাব- প্রথমেই ৩-৪ টে স্ট্রবেরি ভাল করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন বৃন্তটা ছিঁড়ে নিতে হবে। এরপর মিক্সিতে দিয়ে এটি মিহি করে পেস্ট করে নিন। এবার তাতে দুই চামচ ব্রাউন সুগার যোগ করুন। এছাড়াও যোগ করুন ১ চামচ হলুদ গুঁড়ো। এবার এই মিশ্রণ ভাল করে গুলে নিন। এবং পুরো মুখে স্ক্রাবের মতো করে ব্যবহার করে নিন। ১০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।