কলকাতা: সুন্দর চুল পেতে কে না চায়। কথায় বলে মানুষের সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় যদি চুল বাহারি হয়। অর্থাৎ সুন্দর দেখানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চুল তা বলাই যায়। আর বর্তমানে তো হেয়ার কালার (Hair Colour) ট্রেন্ডিংয়ে (Trending) চলছে। পার্লারে গিয়ে সবাই নিজের পছন্দ মতো চুলে রঙ করায়। এতে যেমন চুল সুন্দর লাগে তেমনই চুলের ক্ষতিও হয়। বাজার চলতি বেশীরভাগ হেয়ার কালারে অ্যামোনিয়া থাকে। যা চুলকে রুক্ষ করে দেয়। যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় চুল। এই ক্ষতিকারক অ্যামোনিয়া দীর্ঘদিন ব্যবহার করলে অকালে চুল পড়া, স্ক্যাল্পে সমস্যা বৃদ্ধি পায়। তাই পার্লার নয়, বাড়িতে বসেই করে ফেলুন হেয়ার কালার। এতে চুলে সুন্দর কালারও আসে আর চুলের ক্ষতিও হয় না। অন্যদিকে, টাকাও সাশ্রয় হবে।
১) এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কফি। কারণ কফিতে চুলে গাঢ় রঙ আসে। গরম জলে কফি ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা হলে গোটা চুলে ভাল করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
২) কফির সঙ্গে চা মিশিয়ে লাগালেও ফল পাওয়া যায়। সাধারণত কফি ব্যবহার করলে গাঢ় বাদামী রঙের চুল পাওয়া যায়। অনেকেই চুলে রং করতে হেনার সঙ্গে কফি ব্যবহার করেন। কিন্তু কফির সঙ্গে চা মিশিয়ে লাগালে সেই রং অনেকদিন টেকে। এরজন্য তিনটি টি-ব্যাগ তিন কাপ জলে ফোটাতে হবে। তাতে তিন চামচ কফি মেশাতে হবে। গোটা মিশ্রণটিতে এক চামচ চিনি দিয়ে ৫ মিনিট ফোটাতে হবে। এরপর সেই মিশ্রণটি ঠান্ডা করে চুলে দিন। একঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন:চালের নয়, ওটসের পায়েস বানিয়ে জমিয়ে দিন শেষপাত, রইল রেসিপি
৩) চুলে কালার করতে হেনা ব্যবহার করতে পারেন। হেনাতে চুল ভাল থাকে এছাড়া চুলে কালারও আসে। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কালারযুকত হেনা। আর যদি তা না হয় তবে, সাধারণ হেনার সঙ্গে চায়ের লিকার বা কফি মিশিয়ে লাগালেও কাজ হবে। হেনার মধ্য়ে গরম চায়ের লিকরা বা কফি যোগ করলেই কাজ শেষ।
৪) হেয়ার কালারের জন্য ক্যামোমাইল চা-ও ব্যবহার করতে পারেন। গরম জলে ক্যামোমাইল চা ফুটিয়ে নিন। এরপর ঠান্ডা হলে মিশ্রণটি চুলে মেখে নিন। প্রায় ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতেও রঙ ভালো হবে।