গুগল মিট (Google Meet) সহ অন্যান্য গুগল পরিষেবায় খুব শীঘ্রই একগুচ্ছ নতুন বৈশিষ্ট যোগ করতে চলেছে টেক জায়েন্ট (Tech Giant) গুগল (Google)।
এবার জিমেইলে (Gmail) ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকলের (VoIP) সুবিধে আনতে চলেছে গুগল। এই পরিষেবার মাধ্যমে এবার জিমেইলের মোবাইল বা অ্যাপ ভার্সান থেকে ব্যবহারকারীরা গুগল মিটের মাধ্যমে একে অপরকে ভয়েস কল করতে পারবেন। যদিও আলাদা করে এই সুবিধা গুগল মিটে (Google Meet)এখনই থাকবে না। তবে ভবিষ্যতে এই ফিচারটি গুগল মিটেও(Google Meet) পাওয়া যেতে পারে। আর এই নতুন ফিচারের ব্যবহার করতে হলে আলাদা করে গুগল মিট লিঙ্ক জেনারেট করতে হবে না। সরাসরি কল করা যাবে।
খুব শীঘ্রই আসতে চলেছে স্পেসেস
এর পাশাপাশি বিজনেস ম্যাসেজিং অ্যাপ(business messaging app) স্ল্যাকের (Slack) মতই বাজারে স্পেসেস(Spaces) আনতে চলেছে গুগল। এর ফলে জিমেইলের(Gmail) ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে গ্রুপ চ্যাটের(group chat) মাধ্যমে যোগযোগ করতে পারবেন। এর আগেই ওয়ার্কস্পেসের ফিচারগুলি যেমন চ্যাট ও মিট জিমেইলে (Gmail)যোগ করেছে গুগল। এবার নবীনতম সংযোজন স্পেসেস(Spaces)।
গুগলের অন্যান্য পরিষেবা ক্যালেন্ডার(Google Calender), ডকস (Google docs), শিটস(Google Sheets), মিট (Google Meet), স্লাইড (Slide), ড্রাইভ (Google drive) ইত্যাদির সঙ্গে স্পেসেসকে ইন্টিগ্রেট করা হবে। এই সব পরিষেবাগুলোর লিঙ্ক বা ডকুমেন্ট এবং ফাইল খুব সহজেই স্পেসেসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে শেয়ার করতে পারবেন।
এর পাশাপাশি ব্যবহারকারীদের কাছে গুগল মিটের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে কম্পানিয়ান মোড (companion mode) নামক ফিচার আনছে গুগল। এছাড়াও এবার থেকে গুগল মিট অ্যাপে লাইভ-ট্রান্সলেটেড(Live-translated) ক্যাপশন (caption) চালু করতে চলেছে গুগল। তবে এই লাইভ-ট্রন্সলেশন ফিচারে আপাতত ইংরেজি থেকে ফ্রেঞ্চ, জার্মান, স্পানিশ ও পর্তুগিজ ভাষায় অনুবাদ হবে।