কলকাতা: ঘুরতে যেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই দেখা যায়। অনেকেই আছেন একটু সুযোগ পেলেই একা একাই বেরিয়ে পড়েন। দিনভর পাড়ালের কোলে গা এলিয়ে তাকিয়ে থাকা বিশালাকার প্রকৃতির দিকে। কিংবা সমুদ্রের সৈকতে খালি পায়ে হেঁটে চলা। নিজের সঙ্গে নতুন করে আলাপ করা। নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্যই ‘সোলো ট্রিপ’ (Solo Trip) আপনার পছন্দের তালিকায় শীর্ষে থাকে। কিন্তু এই সোলো ট্রিপের ক্ষেত্রে বেশ কিছু বিষয় অতি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। জেনে নিন সোলো ট্রিপে গেলে কী কী করবেন আর কী কী করবেন না।
১) বাজেট- সোলো ট্রিপের কিছু মাইনাস পয়েন্ট আছে। তার মধ্যে একটি হল বাজেট। কোনও শেয়ারিং থাকে না বলে পকেটে টানও পড়ে বেশ। তাই বাজেট বেঁধে দিন। কীভাবে যাবেন, কীভাবে থাকবেন, তার একটা হোমওয়ার্ক করে ফেলুন। সবকিছুর খরচ আগে থেকে ছকে ফেলুন। বিলাশের পিছনে অযথা খরচ না করাই ভাল। ছোট রুম বুক করুন। ছোট গাড়ি বুক করুন।
২) নিরাপত্তা- একা বেরাতে গেলে মাথায় রাখুন নিজের নিরাপত্তা নিজের কাছে। অজানা, অচেনা কিংবা সন্দেহভাজন ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন। যে গাড়িটি যাতাযাতের জন্য বুক করেছেন, তার চালকের পরিচয়পত্রের কপি নিজের কাছে রাখুন। নেশাগ্রস্ত চালকের সঙ্গে যাত্রা করবেন না। অজানা মানুষের কাছে গাড়িতে লিফ্ট চাইবেন না। সঠিক সময় হোটেলে ফিরে আসার চেষ্টা করবেন। যে হোটেল বা হোমস্টে বুক করছেন, ভাল করে জানুন সেখানে কোনও খারাপ কাজ হয় কিনা। চেনা এলাকাতেই থাকার ব্যবস্থা করুন। যাতে বিপদে পড়লে সাহায্যে পান সহজেই।
৩) টাকাপয়সা ও ফোন- ক্যাশ পয়সা মজুত রাখুন। সবজায়গায় কার্ডের ব্যবস্থা নাও থাকতে পারে। খুচরো পয়সা রেখে দিন। ব্যাগের বিভিন্ন জায়গায় ও জামার পকেটে টাকা রেখে দিন। সব টাকা নিয়ে বাইরে যাবেন না। কিছু টাকা হোটেলেও রেখে দিন। সেই সঙ্গে মোবাইল ফোনটি সর্বদা চার্জ দিয়ে রাখুন। যাতে বিপদে পড়লে যোগাযোগ করতে পারেন।
৪) নেশা নয়- একা বেড়াতে গেলে এই বিষয়টির দিকে বিশেষ খেয়াল রাখা অত্যন্ত জরুরি। কখনও বেসামাল হয়ে পড়বেন না। সবসময় হুঁশে থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সোলো ট্রিপে নিজের নিরাপত্তা বজায় রাখার এটাও একটা বড় দিক। চারপাশের মানুষ যেন বুঝতে না পারে, আপনার চিত্ত দুর্বল।
৫) ওষুধ ও খাওয়াদাওয়া- প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন। জ্বর, পেট খারাপ, অ্যাসিডিটি, মাথা ধরার ওষুধ ব্যাগে রাখুন। সেই সঙ্গে নিয়মিত যে ওষুধ খান, সেগুলিও সঙ্গে রাখুন।