কলকাতা: যে কোনও অনুষ্ঠান, বিয়েবাড়িতে উপহার (Gift) দেওয়ার রেওয়াজ রয়েছে ভারতে। মা-বাবার জন্মদিন থেকে রাখি বা ভাইফোঁটা- প্রিয় মানুষকে উপহার দেন সকলেই। আর ভালবাসার মানুষ হলে তো কোনও কথাই নেই। প্রিয়জনের হাতে উপহার তুলে দেওয়া বা প্রিয়জনের থেকে উপহার পাওয়ার আনন্দ বলে বোঝানো যাবে না। কিন্তু এমন কিছু উপহার রয়েছে, যেগুলির সঙ্গে ভাগ্যও জড়িত থাকে। কথিত আছে, কিছু উপহার বাড়িতে আনলে দারিদ্র্য বাড়ে। ঘরে নেতিবাচক শক্তি বাড়ে। চলুন জেনে নেওয়া যাক সেই উপহারগুলি কী কী-
শিকারী প্রাণীর ছবি- বাস্তুশাস্ত্র অনুসারে, সিংহ, বাঘ, চিতা প্রভৃতি প্রাণীর ছবি বা মূর্তি দেওয়া এবং তোলা ছবি শুভ বলে ধরা হয় না। এ কারণে এতে বাড়ির লোকজনের মধ্যে কলহের সৃষ্টি হয়। ঘরের সুখ-সমৃদ্ধি ও শান্তি নষ্ট হতে পারে।
সূর্য অস্ত যাওয়ার ছবি- বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কেউ আপনাকে উপহার হিসাবে অস্তগামী সূর্যের ছবি দেয়, তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। কারণ, এটি আপনার জীবনে আর্থিক সমস্যা তৈরি করতে পারে।
আরও পড়ুন:Anirban Bhattacharjee | Lyricist | অনির্বাণ এবার গীতিকার
ছুরির মত ধারালো বস্তু- বাস্তুশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি আপনাকে একটি ছুরি, ছুরি বা কাঁচি উপহার দেয় তবে সেটি বাড়ি থেকে সরিয়ে দেওয়া উচিত। কারণ, তাতে বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ বাড়তে পারে। এর পাশাপাশি আর্থিক সমস্যাও পোহাতে হয়।
ঘড়ি, রুমাল এবং চামড়ার পণ্য- বাস্তুশাস্ত্র অনুসারে, কেউ যদি আপনাকে ঘড়ি, রুমাল, বেল্ট, পার্স বা চামড়ার জিনিস উপহার দেয়, তবে তা সরিয়ে ফেলা দরকার। এটি পরিবারের সদস্যদের মধ্যে ঈর্ষার জন্ম দেয়। তাই বাড়িতে সুখ এবং শান্তি বজায় রাখতে এই ধরনের উপহারগুলি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত।