কলকাতা: রাস্তাঘাটে চলার পথে অনেক নারী-পুরুষকে পায়ে কালো সুতো (Black Thread) বেঁধে রাখতে দেখা যায়। পায়ে (Feet) কালো সুতো বেঁধে রাখার প্রথাটি আমরা পুর্বপুরুষদের কাছ থেকে বংশপরম্পরায় চলে আসছে। একটি গাঢ় বা কালো থ্রেড পরাকে বিশেষ সুবিধা ও পবিত্র বলে মনে করা গয়। বিশেষকরে পায়ে গিঁঠ দেওয়া হয়ে থাকে। শিশুর ক্ষেত্রেও একটি কালো সুতো পরিয়ে রাখা হিন্দুদের কাছে পবিত্র বলে মনে করা হয়।
খারাপ নজর থেকে বাঁচতে অনেকেই পায়ের গোড়ালিতে কালো সুতো বেঁধে রাখেন। মনে করা হয় পায়ে কালো সুতো বাঁধা থাকলে রাহু, কেতু ও শনির অশুভ নজর এড়ানো সম্ভব হবে। পায়ে যাঁদের কালো সুতো বাঁধা থাকে, তাঁদের সব সংকট থেকে উদ্ধার করেন শনি মহারাজ নিজেই।
আরও পড়ুন: Mole Facts | শরীরের কোথায় তিল থাকলে কী হয় জানেন?
শাস্ত্র বলে, কালো সুতো পায়ে ধারণ করলে গ্রহের দোষ কাটে। বিশেষত যাদের উপর শনি বক্র দৃষ্টিতে চেয়ে রয়েছে বা শনির দশা আছে, তারা এই সুতো পায়ে বাঁধেন। সাধারণত শনির দশা কাটাতেও এই সুতো কাজে লাগে। এছাড়া শরীরে যাতে কোনরকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে না পারে, তার জন্য কালো সুতো হল উত্তম নির্বাচন।
জ্যোতিষ অনুসারে কালো হল শনির প্রিয় রং। তাই পায়ে কালো ধাগা যাঁরা বেঁধে রাখেন, তাঁদের উপর তুষ্ট হন শনিদেব। শাস্ত্র অনুসারে আমাদের শরীরের এক একটি অঙ্গে এক একজন দেবতার বাস।
পায়ে কালো সুতো কেন পরে?
একটি সুতো পরলেই কিন্তু হবে না। ৯টি একসঙ্গে গুচ্ছ করে বেঁধে একটি সুতোতে পরিণত করে পরা উচিত। এই সুতো শুধুমাত্র মনে-প্রাণে পজিটিভিটি আনার জন্যই পরা হয়। যাঁরা চাকরি বা প্রতিস্রুতিশীল কোনও সুযোগ খুঁজছেন,তাঁদের জন্য এই সুতো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শনির দশা কাটাতেও এই সুতো পরা যায়। বাচ্চাদের ক্ষেত্রে শরীর সুস্থ রাখতে ও আশপাশ থেকে নেগেটিভ প্রভাব দূর করতে পরানো হয়।