কলকাতা: শরীরের বিভিন্ন স্থানের তিল বলে দিতে পারে ভবিষ্যতে (Future) কী আছে আপনার ভাগ্যে (Luck)। জ্যোতিষশাস্ত্র মতে, অনেক ক্ষেত্রে ভাগ্য নির্ভর করে শরীরে তিলের উপর। শরীরের কিছু অংশে তিল থাকলে সেটাকে শুভ বলে গণ্য হয়। আবার কিছু অংশে তিল থাকলে তা অশুভ বলে মানা হয়। জন্মের সময় থেকে অনেক তিল থাকে, আবার জন্মের পর তিল হতে পারে শরীরে। এই প্রতিবেদনে আলোচনা করা হল নারীদের দেহের কোন অংশে তিল থাকা ভাল।
ঠোঁটের ওপরে: ঠোঁটের ঠিক ওপরেই তিল থাকলে বুঝতে হবে খুব অল্প বয়স থেকেই সেই ব্যক্তি প্রভূত সম্পত্তির অধিকারী হয়ে উঠবেন। এরা একটু জেদি স্বভাবের হন।
আরও পড়ুন: Weather Update | শহরে চলছে রোদ-বৃষ্টির খেলা, জানুন কোথায় জারি হলুদ সতর্কতা
কপালে: কোনও মানুষের কপালে তিল থাকলে তা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয়। তাই এমন মানুষ যাদের কপালে তিল রয়েছে, তারা সব কাজেই সাফল্য পায় বলে মনে করা হয়।
ডান হাতে: তিল যদি ডান হাতের তালুতে থাকে, তাহলে সেই ব্যক্তি বেশ ধনী হয়। খুব কম বয়স থেকে এরা সম্পত্তি পেতে থাকেন। ফলে সহজেই ধনী হওয়ার সম্ভাবনা থাকে এদের।
নাকের ডান দিকে: নাকের ডান দিকে যদি তিল থাকে,তাহলে সেই মানুষটির ধনী হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। ৩০ বছর বয়স থেকেই তারা সাফল্যের সিঁড়ি চড়তে থাকেন।
কোমরে: সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, কোমরে তিল থাকলেও ধনী হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। যাদের কোমরে তিল থাকে, তাদের সম্পত্তি সমৃদ্ধি অনেক বেশি থাকে।