কলকাতা: ঘর সাজাতে কার না ভাল লাগে! এখনতো আবার ঘরে ঘরে জায়গা করে নিচ্ছে বিভিন্ন ধরনের গাছ। ঘর সজ্জার পাশপাশি বাস্তুস্রাত্র মেনেও অনেকেই ঘরে গাছ লাগান। অনেকে আবার ফ্ল্যাটের বারান্দাতেই ছোট বড় টবে গাছ লাগাচ্ছেন। আর একটু যত্নেই ফুরফুরিয়ে বেড়ে ওঠে ছোট বড় সবুজ বাহারি সুন্দরীরা।
এমন গাছ লাগালে কেমন হয়, যা পরিবেশের পক্ষেও ভাল এবং বাস্তু অনুসারে বাড়ির আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাতে সাহায্য করে। নিশ্চই ভাবকোন গাছ লাগাতে হবে, তা ভাবলেই আমাদের মাথায় আসে মানি প্লান্টের কথা। কিন্তু, আপনি কি জানেন, এমন একটি উদ্ভিদ রয়েছে যার প্রভাব মানি প্লান্টের প্রায় দ্বিগুণ৷ এই গাছের নাম হল স্পাইডার প্লান্ট।
আরও পড়ুন: Iran Heatwave | জ্বলছে ইরান, বিমানবন্দরে তাপমাত্রা ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস
এটি রিবন প্ল্যান্ট, এয়ারপ্লেন প্ল্যান্ট, স্পাইডার আইভি নামেও পরিচিত। এই উদ্ভিদটি কেবল বাস্তু অনুসারেই নয়, ফেং শুই মতেও শুভ বলে বিবেচিত হয়।
প্ল্যান্টের উপকারিতা: আজকাল অনেকেই বাড়িতে এবং কর্মক্ষেত্রে সৌন্দর্যের জন্য মানি প্ল্যান্টের গাছ লাগান। আসলে এইগুল আমাদের চোখ ও মনে এক ধরনের তৃপ্তি দেয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, উত্তর, উত্তর পূর্ব বা উত্তর-পশ্চিম দিকে স্পাইডার প্লান্ট লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয়।