ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস! কারণ এই মাসেই যে ভ্যালেন্টাইনস ডে (Valentines’s Day)। আর আজ, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইনস উইক (Valentine’s Week )। তবে এই ভ্যালেন্টাইনস উইকে সাতটি দিনের কোনটা কোন ডে হিসেবে উদযাপন হয় তা জানা আছে কি? অনেকে ভ্যালেন্টাইনস উইকের সাতদিনের আলাদা থিমগুলো জানলেও ভ্যালেন্টাইনস উইকে পর পর কবে কোন দিন তা বলতে পারেন না। তাই ভ্যালেন্টাইনস উইকে জেনে নিন সপ্তাহের কোন দিনের কোন থিম-
৭ ফেব্রুয়ারি-রোজ ডে (Rose Day)
আজ ৭ ফেব্রুয়ারি থেকে ভালেন্টাইনস উইক শুরু হচ্ছে। সপ্তাহের প্রথম দিন হল রোজ ডে। এদিন ভালবাসার মানুষকে গোলাপ ফুল উপহার দেওয়ার চল রয়েছে। ভালবাসার প্রতীক লাল গোলাপ ফুল। তবে অনেকেই পছন্দের মানুষকে ভালোবাসার কথা মন খুলে বলতে না পারেন না। তাই এই ভ্যালেন্টাইনস ডে তে মনের ভাব প্রকাশ করতে পারেন ফুল উপহার দিয়ে। তবে লাল রঙয়ের গোলাপ ফুলই যে দিতে হবে তার কোনও মানে নেই। লালের বদলে গোলাপিও বাছতে পারেন। কিংবা যাঁকে উপহার দিচ্ছেন তার কোন রঙ পছন্দ সেটাও বাছতে পারেন।
৮ ফেব্রুয়ারি-প্রোপোজ ডে (Propose Day)
রোজ ডে-র পর, ৮ ফেব্রুয়ারি, হল প্রোপোজ ডে। ভালবাসেন কিন্তু এখনও তা বলতে পারেননি পছন্দের মানুষকে। মনের কথা খুলে বলার দারুণ সময় হল প্রোপোজ ডে। প্রেম বা বিয়ে যে কোনও প্রস্তাব দেওয়ার আদর্শ দিন বছরে এই একটাই পাবেন।
৯ ফেব্রুয়ারি-চকোলেট ডে (Chocolate Day)
রোজ ডে আর প্রোপোজ ডে-র পর সব কিছু ঠিক ঠাক হলে এবার চকোলেট ডে-র পালা। ৯ ফেব্রুয়ারি হল চকোলেট ডে। ছোট থেকে বড় চকোলেট খেতে ভালবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। তাই ভালোবাসার মানুষের জন্য চকোলেটের থেকে ভালো উপহার আর কীই বা হতে পারে। চকোলেট দিলে প্রতুত্তরে আপনি ভালোবাসা পান বা না পান চকোলেট দিয়ে কাছের মানুষকে খুশি করার আনন্দই বা কম কী!
১০ ফেব্রুয়ারি- টেডি ডে (Teddy Day)
ফুল,চকোলেটের পাশাপাশি ভালোবাসার উপহার হিসেবে টেডি বিয়ার বেশ জনপ্রিয়। তাই ভ্যালেন্টাইনস উইকে রাখা হয়েছে এই টেডি বিয়ার ডে। ভ্যালেন্টাইনস উইকের ১০ তারিখ হল টেডি ডে।
১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে (Promise Day)
প্রেম নিবেদন, ভালোবাসার উপহার দেওয়া নেওয়ার পর এবার প্রেমে প্রতিশ্রুতির পালা। ভ্যালেন্টাইনস উইকের ১১ ফেব্রুয়ারি হল প্রমিস ডে।
১২ ফেব্রুয়ারি- হাগ ডে (Hug Day)
প্রেম নিবেদন থেকে জীবনের ওঠাপড়ায় পাশে থাকার প্রতিশ্রুতি পেয়ে আবেগতাড়িত মন একে অপরকে জড়িয়ে ধরতে চায়। তাই ভ্যালেন্টাইন উইকে ১২ ফেব্রুয়ারি রাখা হয়েছে হাগ ডে। ভালোবাসার মানুষকে মাঝে মধ্যেই জড়িয়ে ধরা খুবই ভাল। ভালোবাসার আলিঙ্গন সম্পর্কে একটা ইতিবাচক প্রভাব ফেলে।
১৩ ফেব্রুয়ারি- কিস ডে (Kiss Day)
ভালোবাসার অনুভুতি কতটা গভীর তা জানান দিতে পারে উষ্ণ চুম্বন। তাই ভালেন্টাইন ডে-র ঠিক একদিন আগে রাখা হয়েছে কিস ডে। ভালোবাসার আলিঙ্গনের পর উষ্ণ চুম্বন আরও গভীর করে তোলে সম্পর্কের রসায়ন।
১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (Valentine’s Day )
প্রেমে ৬দিন হাবুডুবু খাওয়ার পর এবার ভ্যালেন্টাইনস ডে-র পালা। প্রেম নিবেদন, উপহার দেওয়া নেওয়ার পর একসঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর দিন। এবার ডেট নাইটের পালা।