কলকাতা: ধূপকাঠি ছাড়া পুজো হয় নাকি! প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই রোজ দু’বেলা করে পূজা-অর্চনা হয়ে থাকে। এই পূজার উপাদানগুলির মধ্যে ধূপকাঠি (Incense Stick) হল অন্যতম। শঙ্খ প্রদীপ, কাসর এই সবের পাশাপাশি রোজই ধূপকাঠি দেখিয়ে ঠাকুরকে আরাধনা করা হয়। মনে করা হয়, এর দ্বারা নাকি ভগবান স্বয়ং বাড়ির চারপাশে বসবাস করেন এবং অশুভ শক্তি দূর হয়ে যায়। কিন্তু শাস্ত্রে প্রদীপ প্রজ্জ্বলিত করা ও ধূপকাঠি দেখানোর কিছু নিয়মের উল্লেখ রয়েছে। শাস্ত্র বলছে সপ্তাহে দুদিন ধূপকাঠি জ্বালাতে নেই, তা নাহলে সংসারে নেমে আসবে ঘোর অশান্তি।
শাস্ত্র মতে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালাতে নেই। এর কারণ হিসেবে বলা হয়েছে যে, ধূপকাঠি বাঁশ দিয়ে নির্মিত। বাস্তমতে এই বাঁশ অত্যন্ত শুভ, এর থেকে পজেটিভ এনার্জি ছড়ায়। আর তাই রবিবার ও মঙ্গলবার বাঁশ জ্বালালে অশুভ ফল পাওয়া যায়। এ কারণে এই দুদিন ভুলেও ধূপকাঠি জ্বালাবেন না। প্রচলিত আছে যে, রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি জ্বালালে বাড়ির শান্তি ভঙ্গ হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের আর্থিক লোকসান সহ্য করতে হয়। এমনকি সন্তানের বুদ্ধিও প্রভাবিত হয় এর দ্বারা।
আরও পড়ুন:Puri Temple History | এই মন্দিরের উপর দিয়ে বিমান চলাচল করে না, ওড়ে না পাখিও
অনেকের মনে প্রশ্ন জাগে যে পুজোর সময় কটা ধূপকাঠি জ্বালানো উচিত। অনেকে একটি, দুটি আবার কেউ কেউ তিনটি বা পাঁচটি ধূপকাঠি জ্বালিয়ে পুজো করেন। কিন্তু ধূপকাঠির সঠিক সংখ্যা অনেকেরই অজানা। শাস্ত্র বলছে পুজোর সময়ে কখনও একটি ধূপকাঠি জ্বালাতে নেই। তিন সংখ্যাটি ত্রিদেবের সঙ্গে যুক্ত, এ কারণে তিনটি ধূপকাঠি জ্বালাতে পারেন। এ ছাড়াও পাঁচটি ধূপকাঠি জ্বালানোও শুভ। আবার একই সঙ্গে কোনও বিশেষ দেব-দেবীর পুজো করলে, তাঁর নামেও একটি ধূপকাঠি জ্বালাতে পারেন।