আধুনিক জীবনযাপনের অনিয়ম ও স্ট্রেস ছাপ ফেলছে ত্বকে। বয়সের আগেই মুখে ফুটে উঠছে বলি রেখা, কুঁচকে যাচ্ছে চামড়া। এর সঙ্গে দোসর পরিবেশ দূষণ। আর ত্বকের এই অবস্থা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়ছে অনেকের।আপনিও যদি এই দলের এক জন হন তাহলে আপনার জন্য রইল ত্বক টানটান করে ত্বকে হারানো জৌলুস ফিরিয়ে আনার এই সব ঘরোয়া টোটকা।
পাতিলেবু ও চিনি
পাতিলেবু ও চিনি ত্বকের হারানো জৌলুস ফেরাতে বেশ কার্যকরী। পাতিলেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। তবে পাতিলেবুর ব্লিচিং কার্যকারিতা থাকায় এটি ত্বকে সরাসরি না লাগিয়ে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে এতে চিনি দিয়ে একটা প্যাক বানিয়ে নিন। এবার ১০ থেকে ১৫ মিনিট এই মিশ্রণ মুখে আলতো হাতে মাসাজ করুন। এরপর ইষদুষ্ণ জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
পাতিলেবু ও গোলাপ জল
রাতে ঘুমোনোর আগে পাতিলেবু ও গোলাপ জল মিশিয়ে মুখে ৫ থেকে ৭ মিনিট ভাল করে মুখে মালিশ করে নিন। এর পর ঠান্ডা জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। এই দু’টোতেই অ্যান্টি এজি্ংয়ের কার্যকারিতা রয়েছে।এতে ত্বকের স্বাস্থ্য ভাল হয়।
আরও পড়ুন: Red fruits and vegetables: হার্ট ভাল রাখতে নিত্যদিনের খাদ্যতালিকায় রাখুন লাল রংয়ের ফল ও সবজি
পাতিলেবু ও অলিভ অয়েল
পাতিলেবু ত্বকে আর্দ্রতা জোগায় ও কুঁচকানো চামড়া টানটান করে। এদিকে অলিভ অয়েলে ভিটামিন এ ও ভিটামিন ই থাকে। তাই অলিভ অয়েলের ব্যবহার ত্বক আরও টানটান হয়। এই দু’টো উপকরণ ভাল করে মিশিয়ে মুখে মেখে নিন। এবার এই মিশ্রণ অন্তত ২০ মিনিট লাগিয়ে রেথে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
পাতিলেবু ও দুধের সর
ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে দুধের সর খুব ভাল কাজ করে। এটা ত্বকের বলিরেখা কম করে। তাই পাতিলেবু ও দুধের সর মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এই মিশ্রণ শুকিয়ে গেলে মুখ ধুয়ে নিন।