শুষ্ক হচ্ছে আবহাওয়া তবে শীত এখনও পুরোপুরি শহরে আসেনি। তাই দিনের বেলা ঘাম যেমন ঝরছে তেমন আবার রাতের দিকে শিরে শিরে ভাবটাও থাকছে। এর ফলে কখনও বেশি তেলেতেলে আবার কখনও শুষ্ক হয়ে যাচ্ছে মাথার ত্বক। ফলে ঘাম জমে মাথায় যেমন খুশকি দেখা দিচ্ছে, তেমন আবার কারও কারও মাথার ত্বক বেশি শুষ্ক হয়ে যাওয়ার ফলে বাড়ছে খুশকি। এক্ষেত্রে তাড়াহুড়ো করে খুশকি মোকাবিলার জন্য বাজার থেকে কোনও প্রসাধনী সামগ্রী না কিনে বরং কাজে লাগান ঘরোয়া টোটকা। কারণ কেমিক্যাল যুক্ত এই প্রোডাক্ট বিশদে না জেনে কিনলে আখেরে ত্বকের ক্ষতিই হবে। যেমন দেখা দিতে পারে চুল পড়ার সমস্যা। অন্যদিকে প্রাকৃতিক উপকরণে তৈরি হেয়ার প্যাক তেমন ভাবে কাজ না করলেও মাথার ত্বকের ক্ষতি করবে না। বাড়িতেই রান্নাঘরের এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে সহজেই বানিয়ে ফেলতে পারেন এই সব হেয়ার মাস্ক। কীভাবে বানাবেন দেখুন-
আরও পড়ুন: পাকা চুল থেকে চুল পড়া চুলের হাজারো সমস্যার সহজ সমাধান করবে তুলসী পাতা
নারকেল তেল
প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেলের বেশ নামডাক রয়েছে। তাই মাথার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পেতে নারকেল তেল মালিশ করুন। মালিশ করে কিছুক্ষণ মাথায় রেখে দিন। এর ফলে তেল মাথার ত্বকের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। তাই বলে দীর্ঘক্ষণ মাথায় তেল লাগিয়ে রাখবেন না। এটে বাড়তি তেল মাথায় থেকে যাবে এবং পরে ঘাম হলে তার সঙ্গে মাথায় খুশকি ও ফুসকুড়ির মতো হাজার একটা সমস্যা তৈরি হবে।
অ্যালোভেরা
অ্যালোভেরার অ্যান্টি-ইনফ্লেমেটারি কার্যকারিতা আছে। একইসঙ্গে এতে আছে প্রচুর ভিটামিন ও প্রাকৃতিক খনিজ পদার্থ। এই উপাদানগুলি মাথার ত্বকের পরিচর্যা করতে সাহায্য করে। কোনও সমস্যা হলে দ্রুত সারিয়ে তোলে। অ্যালোভেরার পাতা থেকে জেল বার করে মাথায় লাগিয়ে নিন। ভাল করে মাথায় ডলে নিন। এরপর গরম তোয়ালে দিয়ে মাথা মুড়িয়ে রাখুন। কয়েক মিনিট রেখে মাইলড শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে তিনি করতে পারেন।
আরও পড়ুন: চুলের স্বাস্থ্য ভাল রাখতে ও চুল ঝলমলে করে তুলতে দারুণ কাজের কফির এই মাস্ক
নিম
নিমের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল(anti-bacterial) ও অ্যান্টি-ফাঙ্গাল(anti-fungal) কার্যকারিতা আমরা সবাই জানি। তাই ত্বক থেকে চুল সব সমস্যার সমাধানে নিম একেবার অব্যার্থ। খুশকি কম করতে খালি পেটে নিমের পাতা চিবিয়ে খেতে পারেন। শুধু মুখে খেতে না পারলে বরং পাতা বেটে মাথায় ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে নিন।