কলকাতা: ঘরের (Home) রঙেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। আপনার বসার ঘর কিংবা শোওয়ার ঘরের (Bedroom) দেওয়াল আপনি কোন রঙে (Colour) রাঙিয়েছেন, তাতেই প্রকাশ পাবে আপনি আদতে কেমন মানুষ। ঘরের রং হল অনেকটা মনের আয়না।
একাধিক মনোবিদের মতে, রঙের উপর শুধু চোখের নান্দনিকতাই নির্ভর করে না, বরং পরিবারের লোকজনদের মন-মানসিকতাকেও প্রভাবিত করে। তাই অন্দরসজ্জায় রং-বাহারি চমকের পাশাপাশি প্রশান্তির দিকটাও খেয়াল রাখা দরকার।
আরও পড়ুন: Vedaa | John Abraham | অ্যাকশন ফিল্মে জন-শর্বরী জুটি
বসার ঘরে এমন কোনও রং ব্যবহার করুন, যাতে আভিজাত্যের পাশাপাশি অতিথিদের অভ্যর্থনার আমেজও প্রতিফলিত হয়। গোলাপি, বেগুনি, সোনালি, গ্রে ইত্যাদি এই তালিকায় পড়তে পারে। ড্রয়িং রুমেই ডাইনিংয়ের ব্যবস্থা থাকলে সবুজ রং ব্যবহার করুন।
লাল রং প্যাশন, ভালবাসা এবং শক্তির প্রতীক। পোশাক থেকে অন্দরসজ্জা যেখানেই লাল রং ব্যবহৃত হয়, তা সকলের দৃষ্টি আকর্ষণ করে। যারা বহির্মুখী, আশাবাদী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী, তাদের এই রং পছন্দ। দেওয়ারে লাল রঙের সঙ্গে উডেন কালার ভোলবদলে দেবে বাড়ির।
শোওয়ার ঘরে হালকা নীল, আকাশি রং ব্য়বহার করতে পারেন। মনে প্রশান্তি থাকে। বিছানায় থাক দুধ সাদা চাদর, আর ভেলভেটের মানানসই কুশান। নীল রং যাদের পছন্দ তাঁরা বিশ্লেষণাত্মক এবং গভীর চিন্তাবিদ হন। নিয়মে থাকাই পছন্দ তাঁদের। যুক্তিবাদী এবং সত্যবাদী।