৫ মে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima 2023) পালিত হবে।ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। বুদ্ধগয়ায় একটি বটগাছের নীচে বসে টানা ৪৯ দিন ধ্যান করেন গৌতম বুদ্ধ। বোধি লাভ করেন তিনি। পরবর্তীকালে প্রচার করেন বৌদ্ধ ধর্মের।
এছাড়া এবার বুদ্ধ পূর্ণিমায় চন্দ্রগ্রহণও (Lunar Eclispe) হবে। ১৩০ বছর পর বুদ্ধ পূর্ণিমায় মহাসংযোগ। এমন পরিস্থিতিতে এ বছর বুদ্ধ পূর্ণিমাতেও গ্রহ-নক্ষত্রের এক অদ্ভুত মিলন ঘটছে। এই দিনে কিছু শুভ যোগও রয়েছে। এই সমস্ত যোগগুলি ৩টি রাশির লোকদের জন্য খুব শুভ। কারণ বুদ্ধ পূর্ণিমা এই ব্যক্তিদের জন্য উপকারী এবং তাঁদের কর্মজীবনে সাফল্য দেবে।
মেষ- ৫ মে বুদ্ধ পূর্ণিমার দিন মেষ রাশির জাতকেরা আর্থিক দিক দিয়ে লাভবান হবেন। দিনটি দারুণ সুফল বয়ে আনতে চলেছে। ব্যবসা বাড়বে। চাকরিজীবীরা নতুন চাকরি পেতে পারেন। আপনি চাকরিতে পদোন্নতি পেতে পারেন, আয় বাড়বে।
মিথুন রাশি- বুদ্ধ পূর্ণিমা মিথুন রাশির জাতকদের গুরুত্বপূর্ণ ফল দেবে। যে কোন কৃতিত্ব অর্জন করা যায়। চাকরি-ব্যবসায় অগ্রগতি হবে। আয় বাড়বে। কোনো কাজে সাফল্য পাওয়া সুখ বয়ে আনবে।
সিংহ রাশি- বুদ্ধ পূর্ণিমা সিংহ রাশির জাতকদের জন্য শুভ সময়। আদালতে কোনও মামলা চললে তাতে সফলতা আসতে পারে। আপনি যদি একটি নতুন কাজ করতে চান তবে আপনি এতে সাফল্য পাবেন।
মকর রাশি- ২১ মে এর পর মকর রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন। আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার জীবনে আরাম বাড়বে।