মন ভাল রাখতে এবং একঘেয়েমি কাটাতে বাড়ির অন্দরসজ্জা বদল করে দেখুন। এক মুহূর্তে মন ভাল হয়ে যাবে। কোভিডকালে ওয়ার্ক ফ্রম হোম হোক বা ওয়ার্ক ফ্রম অফিস, সুন্দর ছিমছিম সাজানো বাড়ি শরীর ও মনের ক্লান্ত যেমন দূর করতে পারে তেমনি অগোছালো বাড়ির একঘেয়ে চেহারা আপনাকে আরও মনমরা করে তুলতে পারে। সময় সময়ে বাড়ির অন্দরসজ্জায় নতুনত্বের ছোঁয়া লাগা খুবই জরুরি। তাই অল্প খরচে এইভাবে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন আধুনিক সাজের মোড়কে।
কনটেম্পোরারি আর্ট প্রিন্টেড কুশন দিয়ে ঘর সাজান
মোনোক্রোম বা দেয়ালের রঙের সঙ্গে মানানসই কুশন কভার অনেকদিন ধরেই ঘরের শোভা বাড়িয়েছে ঠিকই, কিন্তু এ বার বড্ড একঘেয়ে লাগছে। একঘেয়েমি কাটাতে এই মোনোক্রোমের বদলে কন্টেমপোরারি আর্ট প্রিন্টেড কুশন কভার দিয়ে বদলে ফেলুন ঘরের লুক! এই আর্ট আপনার বাড়িকে এক আল্ট্রা-মডার্ন লুক এনে দেবে।
টেবিল রানার
প্লাস্টিকের টেবিল কভারের চেয়ে নিঃসন্দেহে কাপড়ের টেবিলক্লথ দেখতে বেশি সুন্দর লাগে। কাপড়ের মধ্যেও বিভিন্ন টেক্সচার ব্যবহার করা হয়। তবে কটনের টেবিল রানার কিন্তু সবাইকে টেক্কা দিতে পারে। কন্টেমপোরারি আর্ট হোক বা জ্যাকুয়ার্ড প্যাটার্ন ঘরের শোভা বাড়াবে নিঃসন্দেহে।
টেবিল ম্যাট
এই পেস্টাল শেডের টেবিল ম্যাটগুলো খুবই সুন্দর। এবং জল বা চা চলকে টেবিলে পড়া, গরম খাবার ও দাগ ও টেবিলে ঘষা লাগার হাত থেকেও সহজে বাঁচাবে।
আর্টিফিশিয়াল সিল্ক কার্টেন
মিনিমাল ডিজাইন যদি আপনার খুব পছন্দের হয়, তা হলে এই আর্টিফিশিয়াল সিল্ক কার্টেন ব্যবহার করতে পারেন। এই ব্ল্যাকআউট কার্টেনগুলি খুবই কাজের। আবার এক লহমায় বদলে দিতে পারে বাড়ির অন্দরসজ্জা।
কুশন লাগানো চেয়ার
বিচ উডের তৈরি কুশন যুক্ত এই আল্ট্রা-স্টাইলিশ চেয়ারগুলি ঘরকে দারুণ সুন্দর করে তোলে। কুশন সিটের প্যাচ ওয়ার্ক যে কোনও ধরনের অন্দরসজ্জায় খুব ভাল মানায়। পাশাপাশি এই চেয়ারগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনার দেহভঙ্গিকে ভাল রাখে। এবং পীঠে ব্যাথা হতে দেয় না।
বোলস্টার কভার সেট
পুজোর দিনগুলিতে গাঢ় রঙের এই বোলস্টার বা পাশবালিশ কভার আপনার বাড়িতে ‘হ্যাপি ভাইবস’ নিয়ে আসবে। গাঢ়, উজ্জ্বল রঙ বলা বাহুল্য ঘরের পরিবেশ আরও সুন্দর করবে। বিশেষ করে এগুলো বসার ঘরে ব্যবহার করলে বাড়ি ঢুকেই মন ভাল করে দেবে।
(ছবি সৌজন্য: Unsplash/India Mart)