নয়াদিল্লি: এবার বার্ড ফ্লু প্রাণ কাড়ল ১১ বছরের এক কিশোরের। মঙ্গলবার দিল্লির এইমস হাসপাতালে এই বছরে বার্ড ফ্লুয়ে প্রথম মৃত্যু। তার সংস্পর্শে আসা সমস্ত চিকিৎসাকর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে। কোভিড মৃত্যুর বাড়বাড়ন্তের মধ্যেই বার্ড ফ্লুতে মৃত্যু নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন- মাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর না পেলে একাদশের বিজ্ঞানে ভর্তি নয়
হাসপাতাল সূত্রে খবর, গত ২ জুলাই এইমস হাসপাতালে এই শিশুকে ভর্তি করা হয়৷ তার বাড়ি বিহারে৷ মুম্বইের ভেটেনারি কলেজের অধ্যাপক ডাক্তার এএস রানাডে জানিয়েছেন, ভারতে বার্ড ফ্লুয়ের সংক্রমণ মারাত্মক হওয়ার সম্ভাবনা কম। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ গুলিতে এর সংক্রমণের সম্ভাবনা বেশি কারণ এর আবহাওয়া।
আরও পড়ুন- করোনা নিয়ে প্রশ্নের উত্তর দিতে অপারগ কেন্দ্র, ওয়াক আউট তৃণমূলের
চলতি বছরের জানুয়ারি মাসে একাধিক রাজ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়াতে শুরু করে। কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, হিমাচল প্রদেশে একাধিক বার্ড ফ্লুয়ের সংক্রমণ ধরা পড়েছিল। সেই সময় পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকাতেও পায়রা মৃত্যুকে ঘিরে ছড়িয়েছিল বার্ড ফ্লু আতঙ্ক। এবার বার্ড ফ্লুতে এক কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন- রাজ্যজুড়ে পুলিশের অভিযান, খুলে নেওয়া হল শতাধিক গাড়ির নীলবাতি
গত ২৯ ডিসেম্বর পোঙড্যামে প্রথম পাখির মৃতদেহ পাওয়া যায় হিমাচলের মাঝহার, বাথারি, সিহাল, জাহনলি, চাট্টা, ধামেতা, কুঠেরা অঞ্চলে। বার্ড ফ্লুতে মৃত্যু হয়েছিল পরিযায়ী পাখিদের।