প্রচণ্ড গরমে মেকআপ যত কম ব্যবহার করা যায় ততই ভাল। তাই এই সময় ত্বক যাতে স্বাস্থ্যোজ্জ্বল থাকে সেদিকে বিশেষ নজর রাখতে হয়। কিন্তু যেভাবে প্রতিদিন তাপমাত্রার পারদ চড়ছে তাতে সানস্ক্রিন ব্যবহার করলেও রোদের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক বাঁচানো গেলেও সূর্যের তাপে ত্বক বেশ শুষ্ক হয়ে যায় ও ত্বকে ক্লান্তির ছাপ পড়ে। এই অবস্থায় ত্বকের হারানো জৌলুস ফিরিয়ে আনতে পারে নারকেল দুধ।
ত্বকের জন্য কেন এত উপকারী নারকেল দুধ?
ত্বক ময়শ্চারাইজ করে
নারকেলের দুধে প্রচুর মাত্রায় ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই কারণে ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে নারকেলের দুধ ভীষণ কার্যকরী। ত্বক ময়শ্চারাইজ করতে এই নারকেলের দুধ খুব সহজেই ব্যবহার করা যায়। ত্বক পরিষ্কার করে কয়েক ফোঁটা নারকেল তেল লাগিয়ে নিন। মিনিট দুয়েক রেখে ভাল করে মালিশ করে নিন। ত্বকের স্বাস্থ্য ভাল হবে। হাত শুষ্ক হলেও এই ভাবে ত্বকের যত্ন নিন।
চাইলে সপ্তাহে অন্তত দু’বার নারকেলের দুধ দিয়ে স্নান করতে পারেন। এতে অ্যারোমেটিক বাথ সল্ট যোগ করলে শরীর জুড়িয়ে যাবে।
ক্লেনজার বা স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়
ক্লেনজার বা স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায় ভিটামিন সি। নারকেলের দুধে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই কারণে নারকেলের দুধ রোমকূপের মুখ পরিষ্কার করে। এর ফলে ত্বকের নিশ্বাস-প্রশ্বাসের কাজ সহজ হয়।
কীভাবে ব্যবহার করবেন
এর জন্য দুই টেবিলচামচ নারকেল দুধ, আধ টেবিলচামচ অ্যালোভেরা জেল ও একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এরপর হাত দিয়ে এই মিশ্রণ মুখে ও শরীরের অন্যত্র রোদে পোড়া অংশে লাগিয়ে নিন।। ফেস স্ক্রাব বানাতে এই মিশ্রণে আধ চামচ ওট মেশাতে পারেন।
ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না
নারকেলের দুধে ভিটামিন সি ও ই থাকায় এটা ত্বকের অকাল বুড়িয়ে যাওয়া রোধ করে। এই দুটি উপাদানের কারণে ত্বকের চামড়া কুঁচকানো, কালো ছোপ দূর হবে এবং ত্বকের নমনীয়তা হারাতে দেয় না।
তাই এই গরমে ত্বকের জৌলুস বজায় রাখতে নিত্যদিনের রূপচর্চায় অবশ্যই রাখুন নারকেল দুধ।