রান্নায় তো বটেই শরীর সুস্থ রাখতেও বেশ কার্যকরী তেজপাতা(bay leaves)। আবশ্যক পুষ্টিসমুহের প্রয়োজনীয় উপাদান, কপার(copper), পোটাশিয়াম(potassium), ক্যালসিয়াম(calcium), ম্যাগনেসিয়াম(magnesium), সেলেনিয়াম(selenium), আয়রন(iron), এই প্রত্যেকটি রয়েছে তেজপাতায়। একইসঙ্গে তেজপাতার অ্যান্টিঅক্সিডেন্ট(antioxidant) কার্যকারিতাও রয়েছে। তবে এখানেই শেষ নয় এছাড়া রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতা কিছু কম কার্যকরী নয়। জেনে নিন রূপচর্চায় কী ভাবে তেজপাতা ব্যবহার করলে উপকার পাবেন।
খুশকির (dandruff)জন্য এভাবে ব্যবহার করুন তেজপাতা
টক দইয়ের সঙ্গে তেজপাতার গুড়ো মিশিয়ে নিন। এবার এই প্যাক মাথায় লাগিয়ে নিন। তার পরে শ্যাম্পু করে নিন। মাথায় খুশকির সমস্যা দূর করবে খুশকির কারণে চুলকুনির সমস্যাও কমবে। তেজপাতায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা মাথায় মাখলে তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করে ফলে মাথায় অতিরিক্ত তেল ও ঘাম মিশে জীবাণু সংক্রমণের সম্ভাবনা কমে। খুশকিও হয় না।
ব্রণ দূর(acne) করতে এভাবে ব্যবহার করুন তেজপাতা
এক বাটি জল নিয়ে তার মধ্যে কয়েকটি তেজপাতা ফুটিয়ে নিন। এরপর দশ মিনিট ফুটিয়ে নিয়ে জল ছেঁকে নিন। সেই জল দিয়ে নিয়মিত মুখ ধুলে। এতে মুখে ব্রণর সমস্যা কমে।
দাতের হলুদ(yellow stains in teeth) দাগ বা ছোপ দূর করতে
তেজপাতা মিহি করে বেটে নিন। ব্রাশ করার সময় পেস্টের সঙ্গে এই তেজপাতা বাটা মিশিয়ে দাঁত মাজুন, উপকার পাবেন। দাঁতে হলুদ ছোপ থাকলে তা দূর হবে
কন্ডিশনার(conditioner) হিসেবে এই ভাবে ব্যবহার করুন তেজপাতা
তেজপাতা কমপক্ষে ১৫ মিনিট জলে ফুটিয়ে নিন এবং শ্যাম্পু করার পরে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন। এই জল কন্ডিশনার হিসেবে ভাল কাজ করে। তেজপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা চুল মসৃণ ও কন্ডিশনিংয়ের কাজ করে।
সান ট্যান(sun tan) সারাতে এই ভাবে ব্যবহার করুন তেজপাতা
টক দইয়ের সঙ্গে তেজপাতা বাটার মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। এবার এই মিশ্রণ শরীরের রোদে পোড়া অংশে লাগিয়ে নিন। এতে ত্বকের কালো ছোপ দূর হবে সহজেই।
আরও পড়ুন: শুধু রান্নায় নয় শরীর সুস্থ রাখতেও জবাব নেই তেজপাতার!